Thursday, December 18, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদব্রিজ তৈরিতে ঠিকাদারের খামখেলিতে যাতায়াতে যন্ত্রণায় বাধ্য হয়ে রাস্তা অবরোধ এলাকাবাসীর

ব্রিজ তৈরিতে ঠিকাদারের খামখেলিতে যাতায়াতে যন্ত্রণায় বাধ্য হয়ে রাস্তা অবরোধ এলাকাবাসীর

ব্রিজ তৈরিতে ঠিকাদারের খামখেলিতে নাজেহাল সাধারণ মানুষ, যাতায়াত যন্ত্রণায় বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে অমরপুর বীরগঞ্জ এলাকার উত্তরপাড়ার গ্রামবাসীরা। সরবং-অমরপুর রাস্তার ইন্দিরা ক্লাব সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধে সামিল বীরগঞ্জ পঞ্চায়েতের উত্তর পাড়ার বাসিন্দারা।সরবং-অমরপুর রাস্তার ইন্দিরা ক্লাব সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধে সামিল বীরগঞ্জ পঞ্চায়েতের উত্তর পাড়ার বাসিন্দারা। অভিযোগ, উত্তরপাড়া যাওয়ার রাস্তায় পাগলছড়ার উপর নির্মীয়মান পাকা বক্স কালভার্টের কাজ চলছে শম্ভুক গতিতে। এতে সমস্যায় পরেছে ওই পাড়ার ৪২ টি পরিবার। দুই বছরেও চালু করতে পারেনি ওই বক্স কালভার্ট!

এই ঘটনা জানতে পেরে কাজের দায়িত্বে থাকা আইও ইন্দ্রনীল মজুমদার এবং এসডিও রাজিব দেবনাথ ঘটনাস্থলে যান এবং অবরোধ কারীদের সাথে কথা বলেন, আগামী ২. ৫ মাসের মধ্যের এই ব্রিজের অর্ধসমাপ্ত কাজ শেষ করে চলাচলের উপযুক্ত করেদেবে এই প্রতিশ্রুতি দিয়ে রাস্তা অবরোধ মুক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য