Friday, December 12, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রথম সংসার থাকার পরও পরকীয়ায় লিপ্ত হয়ে দ্বিতীয় সংসার পাতলো স্বামী

প্রথম সংসার থাকার পরও পরকীয়ায় লিপ্ত হয়ে দ্বিতীয় সংসার পাতলো স্বামী

গতপাঁচ বছর আগে প্রথমে প্রেম তার পর পর সামাজিক ভাবে বিয়ে হয় সুহেল আলম এর মেয়ে মুক্তা বেগম (২৩) বাড়ি বিশালঘর কদমতলী। তার পরিচয় হয় গত পাঁচ বছর আগে মধ্যে বক্সনগর এলাকার বখাটে ছেলে সমির হোসেন পিতা আবু তাহের (টিটু)মাতা সেলিনা বেগম তার পরিচয় হওয়ার পর সামাজিক ভাবে বিয়ে হয় এর পর বিয়ের এক বছর তাদের সংসার ভালই চলছিল তাদের একটা মেয়ে সন্তান জন্ম হওয়ার পরেই তাদের সংসারে অশান্তির আগুন জ্বলতে শুরু হয়।সমির হোসেন বিয়ের এক বছর পর থেকে এলাকার অন্য এক মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হয় এবং তার সাথে গুপনে বিয়ে তারপর সে বিদেশ পারি দেয় কিছু দিন পর চলে আসে আসারপর সামাজিক ভাবে বৈঠক করে সমাধান করার পর আবার সে বিদেশ গেলে গত ৫ দিন আগে বিদেশ থেকে আসে মুক্তা খবর পায় কিন্তু সমির মুক্তার সাথে যোগাযোগ না করে এসে আগরতলা গাবর্দি এলাকার এক এক বাচ্চার মা এক মহিলার সাথে তার বিয়ে হয়েছে বলে খবর পেয়ে ঐ খানে গিয়ে এলাকার মানুষ নিয়ে তাকে আটক করে শ্রীনগর থানার তাকে উওম মধ্যেম দিয়ে থানায় দেয় তারপর সে কলমচৌড়া থানায় এসে গত কাল একটি লিখিত অভিযোগ জানালে ওসি তার অভিযোগ মূলে একটি মামলা নেয় এখন দেখার বিষয় প্রশাষন কি ভূমিকা নেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য