বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১১ই ডিসেম্বর…… বৃহস্পতিবার রাত আটটা নাগাদ খোয়াই বাইজাল বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার মৃত্যু হয় এক যুবককের। ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান বাইজাল বাড়ি থানা এলাকার বাসিন্দা কিশোর জিৎ দেববর্মার ছেলে গড়িয়া দেববর্মা ২৩ নিজের স্কুটি নিয়ে অল্প গতিতে TRO1AZ1889 তেল ভর্তি একটি টেন্কার যাচ্ছিল তখন প্রচন্ড গতিতে ঐ তেলের টেন্কারের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে বাইজাল বারি সাবজোন এলাকায় ঘটনা স্থলেই গড়িয়া দেববর্মার মৃত্যু হয় হয়।এরপর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত গড়িয়া দেববর্মাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গরিয়া দেববর্মাকে মৃত বলে ঘোষণা দেন।



