Friday, December 12, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল খোয়াই জেলা রেড ক্রস সোসাইটি।

আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল খোয়াই জেলা রেড ক্রস সোসাইটি।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১০ই ডিসেম্বর…গত তিন দিন আগে রবিবার সকালে খোয়াই সমতল পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা অনিল শুক্ল বৈদ্যের বসত ঘরটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুরে ছাই হয়ে যায়। তাতে তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। তার মধ্যে ছিল নগদ অর্থ প্রায় আড়াই লক্ষ টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার, এমনকি ঘটনার একদিন আগে জমি থেকে পাঁচ কানি জমির ধান কেটে এনে স্তূপ করে সেই ঘরের বারান্দায় রাখা ছিল। তার সবকিছু সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বুধবার দুপুর আনিল শুক্ল বৈদ্যের বাড়িতে উপস্থিত হয় রেড ক্রস সোসাইটি খোয়াই জেলার কর্মকর্তারা। তাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা অনিল শুক্ল বৈদ্যের হাতে কম্বল, ত্রিপাল, বাসনপত্র সহ বিভিন্ন জিনিসপত্র তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন রেড ক্রস সোসাইটি জেলার সম্পাদক জয়ন্ত সাহা , চেয়ারম্যান কানাই শিল, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা সদস্যা স্বরুপা দত্ত, সুস্মিতা রায় সহ অন্যান্যরা। রেডক্রস সোসাইটি খোয়াই জেলার সম্পাদক জয়ন্ত সাহা বলেন অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তারা খুবই মর্মাহত । কারণ অগ্নিকাণ্ডের ফলে অনীল শুক্ল বৈদ্যের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। সেই ক্ষতি এবং মানসিক যন্ত্রণা থেকে উত্তরাতে তাদের অনেক সময় লাগবে। তাই রেডক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে এই পরিবারের হাতে কিছু জিনিসপত্র তুলে দেওয়া হল গৃহকর্তা অনিল শুক্ল বৈদ্যের হাতে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য