সিপাহীজলা জেলার দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত নবশান্তিগঞ্জ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে গত ৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে ছনবরিয়া গ্রামে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।স্থানীয় বাসিন্দাদের কাছে গুনগত মান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়.। এই শিবিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন—ডাঃ পিন্টু কিশোর দেববর্মা (আয়ুষ),ডাঃ পরিনিতা রায় (হোমিও),ডাঃ কৌশিক দেব (ডেন্টাল),অপথালমিক অ্যাসিস্ট্যান্ট ঝুমী দেববর্মা, এমপিএস ইন্দ্রজিৎ দেববর্মা,এমপিএস সন্ধ্যারাম দেববর্মা,এমপিডব্লিউ সম্পা দেবনাথ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ।এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা মোট ৭৩ জন গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে আয়ুষ ও হোমিও বিভাগের চিকিৎসকরা ৩৪ জন এবং ডেন্টাল বিভাগে ২৭ জন এবং ১২ জনের চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে এক জনের চোখের ছানি শনাক্ত করা হয় এবং ৬ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং উপস্থিত প্রত্যেকেই বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ পত্র প্রদান করা হয়.পাশাপাশি উক্ত শিবিরে আরো ও উল্লেখযোগ্য কর্মসূচী পরিচালিত হয় যেমন অ্যানিমিয়া মুক্ত ভারত (T3 ক্যাম্প)-এর আওতায় হিমোগ্লোবিন পরীক্ষা এবং টিবি স্ক্রিনিং ও কফের নমুনা সংগ্রহ,ম্যালেরিয়া পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ এবং এন সি ডি স্ক্রীনিং ইত্যাদি বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়.ইত্যাদি। এই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে নবশান্তি গঞ্জ গ্রামবাসীরা অত্যন্ত আনন্দিত বোধ করেন এবং চিকিৎসকগন জানান যে মানুষের দোরগোড়ায় এই ধরনের স্বাস্থ্য পরিষেবা পৌছানোর লক্ষ্যে আগামী দিনে ও এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে।



