Thursday, November 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদএডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি সাংগঠনিক সভা

এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি সাংগঠনিক সভা

ভবিষ্যৎ প্রতিনিধি,শাহিনুর চৌধুরী। ২৩ নভেম্বর। সামনে এডিসি নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সবকয়টি রাজনৈতিক দলগুলো তাদের জয় ছিনিয়ে আনতে বদ্ধপরিকর। রবিবার সিপাহীজলা জেলা গোলাঘাঁটি বিধানসভার অন্তগর্ত গোলাঘাঁটি বিজেপি মন্ডলের উদ্যোগে পাথালিয়া ঘাট ওয়ারেং বাড়ী এলাকায় তপন মনি দের্বরমার বাড়ীতে, আগামী এডিসি নির্বাচনকে জয়ী করার লক্ষ্যে বিজেপি বিভিন্নস্তরের কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বিজেপি আজকের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপি দলের সাধারণ সম্পাদক বিপিন দের্বরমাসহ বিজেপি কর্মীও সমর্থকগন।আজকের বৈঠক সাংবাদিকদের মুখোমুখি সাধারণ সম্পাদক বিপিন দের্বরমা বলেন, বর্তমান এডিসি যারা ক্ষমতা দখল করে বসে আছে তারা এডিসি এলাকায় মানুষের উন্নয়নে তেমন কোন কাজ করেনি।যা উন্নয়নমুলক কাজ হয়েছে বিজেপি সরকার করেছে বলে মন্তব্য করেন।আগামীদিনে এডিসি জনজাতি ও সকল মানুষের উন্নয়নে বিজেপি কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য