Thursday, November 27, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবাইক ও গাড়ির মধ্যে ঘটে সংঘর্ষ, গুরুতরভাবে জখম হয় বাইক চালক

বাইক ও গাড়ির মধ্যে ঘটে সংঘর্ষ, গুরুতরভাবে জখম হয় বাইক চালক

শুক্রবার বিকেল বেলা কৈলাসহর পাইতুরবাজার এলাকায় গাড়ি ও বাইকের মধ্যে ঘটে সংঘর্ষ যার ফলে গুরুতরভাবে জখম হয় বাইক আরোহী। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানায়, আজ বিকাল বেলা শহরের দিক থেকে চিরকুটির দিকে যাচ্ছিল TR02F9595 নম্বরের একটি বাইক যাচ্ছিল এবং উল্টো দিক থেকে শহরের দিকে একটি গাড়ি আসছিল তখনই ঘটে সংঘর্ষ, যার ফলে বাইক আরোহী বাইক থেকে ছিটকে রাস্তার মধ্যে পড়ে যান এবং উনার একটি পা ভেঙ্গে যায় স্থানীয়রা অগ্নি নির্বাপক দপ্তরকে খবর পাঠালে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে বাইক আরোহীকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন বাইক আরোহী খবর লেখা পর্যন্ত উনার পরিচয় পাওয়া যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য