বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ই নভেম্বর.….তীর জোয়া এন্ডিং এর এক ব্যবসায়ীকে আটক করল পুলিশ।
খোয়াই শহরের সংস্কৃতির তকমা পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যে, খোয়াই শহরের আনাচে-কানাচে যে সমস্ত জঞ্জাল রয়েছে, অর্থাৎ, অবৈধ দেশীয় মদ, অবৈধ বিলাতি মত, অবৈধ ব্রাউন সুগার, নেশার ট্যাবলেট বিক্রেতা ও সেবনকারী এবং তীর জুয়া এন্ডিং এর সঙ্গে যুক্তদের পুলিশ প্রতিদিন আটক করে চলেছে সমাজকে পরিচ্ছন্ন রাখতে। তেমনিভাবে শনিবার দুপুরে এক এন্ডিং ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এবং তার কাছ থেকে কিছু নগদ অর্থ এবং মোবাইল উদ্ধার করে। সেই মোবাইলের সূত্র ধরে রবিবার সকালে পুলিশ অবৈধ তীর এন্ডিং এর আরেক এন্ডিং ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পুলিশ জানান তার নাম দুলাল শুক্ল দাস বাড়ির খোয়াই জাম্বুরা এলাকাতে। পুলিশ জানায় শনিবার পুলিশের একটি দল এন্ডিং এর এক এজেন্টকে আটক করেছিলেন। সেই সূত্র ধরে পুলিশ রবিবার দুলাল শুক দাস কে আটক করেন। তার কাছ থেকে ১৪ হাজার ৬০০ টাকা এবং তীর খেলার বিভিন্ন সামগ্রী ও একটি মোবাইল আটক করেছেন বলে জানান খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রনজিত সরকার। ওসি রঞ্জিত সরকার এও জানান পুলিশের অভিযান শুধু নেশা বিরোধীদের বিরুদ্ধে নয় পুলিশ এই ধরনের বিভিন্ন তীর জুয়া এন্ডিং এর সাথে জড়িত সমস্ত ব্যক্তিদের বিভিন্নভাবে আটক করে চলেছে। কারণ নেশা কারবারীদের পাশাপাশি এই ধরনের জুয়ারিরাও সমাজের ভিতর উইপোকার মতন কাজ করে সমাজের একটা শ্রেণীকে ধ্বংস করে ফেলছে। তাদেরকে শায়েস্তা করতেই পুলিশ এখন নেশা কারবারীদের পাশাপাশি এই ধরনের এন্ডিং ব্যবসায়ীদের একের পর এক আটক করে চলেছে। তবে পুলিশের এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলবে বলে জানান ওসি রঞ্জিত সরকার।



