তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আগামী ১৫ই নভেম্বর শনিবার তেলিয়ামুড়ার পাইকারি সবজি বাজার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে “শারদ সম্মান ও দীপাবলি সম্মান ২০২৫”।
এই উপলক্ষে মঙ্গলবার তেলিয়ামুড়ার পূর্ত দপ্তরের ডাকবাংলোয় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভাপতি জন্টু দেব,সহ সভাপতি শিবজ্যোতি মল্লিক, সম্পাদক রাহুল পাল, সহ সম্পাদক বিষ্ণু পদ দাস, সংগঠনিক সম্পাদক সৌরভ পোদ্দার, খোয়াই জেলা কমিটির সম্পাদক গোপেশ রায়, কার্যকরি কমিটির সদস্য করুনা পদ নাগ সহ অন্যান্য সদস্যরা।
এই অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন পূজো কমিটি গুলিকে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি দর্শকদের জন্য থাকছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এই সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন পশ্চিমবঙ্গের স্টার জলসার “সুপার সিঙ্গার” ও “ইন্ডিয়ান আইডল”-খ্যাত শিল্পী পৌশালী ভট্টাচার্য। তার সুরেলা কণ্ঠে জমে উঠবে তেলিয়ামুড়ার সন্ধ্যা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটিকে সফল করে তুলতে সব রকম প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন দিক থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন এদিন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। তেলিয়ামুড়া জুড়ে চলছে অনুষ্ঠানের প্রস্তুতির চূড়ান্ত কাজ।



