Wednesday, October 15, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদচামপ্লাইবাড়ি ও উত্তর মহারানী এলাকায় দুটি অভিযান চালিয়ে ৫৮০ কেজি শুকনো গাঁজা...

চামপ্লাইবাড়ি ও উত্তর মহারানী এলাকায় দুটি অভিযান চালিয়ে ৫৮০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ—

গোপন সূত্রের খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামী থানার ওসি সনেশ দেববর্মার নেতৃত্বে চামপ্লাইবাড়ি ও উত্তর মহারানী এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে পুলিশ মোট ৫৮০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে, সঙ্গে দুইটি বিলাসবহুল গাড়ি এবং একজন পাচারকারীকে আটক করেছে। উক্ত গাড়িতে ছিল টেলিকম ডিউটি লেখা স্টিকার, প্রেস স্টিকার এবং ২–৩টি ভুঁয়া নম্বর প্লেট, যার আসল নম্বর TR01A0852। একদিকে যখন চামপ্লাইবাড়ি এলাকায় একটি গাড়ি থেকে ২১৯ কেজি গাঁজা উদ্ধার হয়, অন্যদিকে উত্তর মহারানী এলাকায়, ৩৬১ কেজি গাঁজা সহ আটক করা হয় সনজিৎ সরকার নামের এক গাড়ি চালক’কে। এই গাড়িটির নম্বর ছিল TR01CA0481, এবং সেটিও বিলাসবহুল SUV বলে জানা গেছে। এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ এবং ডি.সি.এম সূরজিৎ দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে অভিযানের তদারকি করেন। এদিন  মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানিয়েছেন, এই অভিযান মাদক বিরোধী অভিযানের অংশ, এবং আরও বড় চক্রের সন্ধানে তদন্ত চলছে। তাছাড়া এই গাঁজা গুলো ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার পরপরই তেলিয়ামুড়া মহকুমা জুড়ে মাদক পাচার রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য