তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
মঙ্গলবার সাত-সকালে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট নৌকাঘাট সংলগ্ন এলাকায় এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার। জানা যায় স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা যুবক’কে দেখতে পান এবং খবর দেন তেলিয়ামুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উপস্থিত ছিলেন ও.সি জয়ন্ত কুমার দে । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয় দেয় । মৃত যুবকের পরিবার দাবি করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এদিন পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম ভজন দেবনাথ বয়স আনুমানিক ৩৫ বছর। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আগরতলা থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।” এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ।