তেলিয়ামুড়া প্রতিনিধি।
এক বড়োসড়ো সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এক বোলেরো গাড়ির চালক ও সহচালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে মুঙ্গিয়াকামি থানাধীন ১৮ মুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকায়, আসাম-আগরতলা জাতীয় সড়কে। ঘটনায় একজন আহত হয়েছেন।
ধর্মনগর থেকে (নম্বর Tr-05F-1530) একটি মালবাহী বোলেরো গাড়ি পণ্য খালি করে তেলিয়ামুড়ার দিকে ফিরছিল। ওই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় বোলেরোটি।
দুর্ঘটনার শব্দ শুনে কাছাকাছি ডিউটিতে থাকা জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামেন। আহত ব্যক্তিকে স্থানীয় মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।গাড়িটি রাস্তার ধারে উল্টে গেলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। ঘটনার পর কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।