তেলিয়ামুড়া প্রতিনিধি
সপ্তমীর সকালেই স্কুটি এবং তেলের ট্যাংকার গাড়ির ধাক্কায় মৃত এক মহিলা এবং গুরুতর আহত মহিলার স্বামী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনায় জানাজায় জিরানিয়া থানাধীন এন আই টির রামদয়াল পাড়ার মঙ্গল দেববর্মা এবং উনার স্ত্রী সোমা রানী দেববর্মা আজ সকালে তেলিয়ামুড়া তুইচিন্দ্রাই এলাকায় কোন এক বাড়িতে দাঁতের পোকা খুলতে আসেন দাঁত ব্যথা নিরসনে। সেখান থেকে দাঁতের পোকা খুলিয়ে বাড়ি যাওয়ার পথে বড়মুড়া পাহাড়ের জাতীয় সড়কে একটি তেলের ট্যাঙ্কার গাড়ির সাথে তাদের স্কুটির ধাক্কা লাগে ঘটনার স্থলেই ছিটকে পড়ে সুমারাণী দেববর্মা। এলাকার লোক অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল কর্মীরা সেখান থেকে তাদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সকালেই কর্তব্য তো চিকিৎসক ডক্টর অজিত দেববর্মা ই সি জি করার পর সুুমারানি দেবর মাকে মৃত বলে ঘোষণা করে। এবং উনার স্বামীর চিকিৎসা চলতে চাইলে আমরা মহকুমা হাসপাতালে। অন্যদিকে আজ ময়নাতদন্তের পর পরিবার হাতে তুলে দেওয়া হবে মৃত মহিলাকে। ওইদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে বলে জানা যায়। সাত সকালে মৃত্যুর ঘটনার খবর পেয়ে পরিবারের লোক ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। কান্নায় ভেঙ্গে পড়ে মহিলার মেয়ে ও পরিবারের লোক।