Tuesday, October 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই কালচারাল সেলের উদ্যোগে কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রয়াত সংগীতশিল্পী জুবিন...

খোয়াই কালচারাল সেলের উদ্যোগে কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে সেপ্টেম্বর…….বুধবার সন্ধ্যে ৭ ’টায় খোয়াই সুভাষ পার্ক স্থিত কোহিনূর কমপ্লেক্স প্রাঙ্গণে খোয়াই কালচারাল সেলের ব্যবস্থাপনায় প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী‚ অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের গর্ব জুবিন গর্গের পূণ্য স্মৃতির উদ্দেশ্যে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের শুরুতে খোয়াই কালচারাল সেলের পক্ষ থেকে জুবিন গর্গের প্রতিকৃতিতে আসাম দেশের প্রথাগত একটি অহমিয়া গামছা রাখা হয় উনার প্রতি সম্মানের প্রতীক হিসাবে। এরপর অনুষ্ঠানে উপস্থিত সকলে জুবিন গর্গের প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালিয়েছেন ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।তখন জুবিন গর্গের গাওয়া বিখ্যাত অহমিয়া গান ‘মায়াবিনী’ সাউন্ডবক্সে বেজে উঠে। তারপর উপনিষদের শান্তিমন্ত্র পাঠ করেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতি সেবক সৌর প্রতিম শর্ম্মা। এরপর উপস্থিত সকলে মিলে এক মিনিট নিরবতা পালন করার পর জুবিন গর্গের স্মৃতিচারণ করেন সৌর প্রতিম শর্ম্মা। তিনি বলেন‚ জুবিন গর্গ উত্তরপূর্বাঞ্চলের গর্ব। উত্তরপূর্বাঞ্চলের কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্যের গতিধারাকে তিনি আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছেন। একটা গোটা প্রজন্ম উনার গান শুনে বড় হয়ে উঠেছে। জুবিন গর্গ‚ কোথাও চলে যাননি‚ তিনি আমাদের হৃদয়ে এখনও বেঁচে আছেন এবং চিরদিন থাকবেন।উনার গাওয়া ‘মায়াবিনী’ গানের সুরে তিনি প্রতিটি হৃদয়ে বেঁচে থাকবেন। এই বলে বক্তা আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর খোয়াই পু্য পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এই দিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জুবিন গর্গের অনুরাগীদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়‚ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা‚ সমীর কুমার দাস‚ অনূকূল দাস‚ প্রণব বিশ্বাস‚ অনিমেষ নাগ‚ সত্যজিৎ পাল‚ খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য‚ খোয়াই কালচারাল সেলের সম্পাদক শুভম আইচ‚ বিভিন্ন ইলেকট্রনিকস্ ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বন্ধুরা‚ লিও ক্লাব অব খোয়াই এবং লাইন্স ক্লাব অব খোয়াই এর সমস্ত সদস্যরা‚ শিল্পীরা‚ কবি ও সাহত্যিকরা‚ যুব ও তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা‚ সহ সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য