Tuesday, October 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রতিবারের মত এবারও আকর্ষণীয় পূজা উপহার দেওয়ার লক্ষে নেতাজি স্মৃতি সংঘ

প্রতিবারের মত এবারও আকর্ষণীয় পূজা উপহার দেওয়ার লক্ষে নেতাজি স্মৃতি সংঘ

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
তেলিয়ামুড়া’তে দুর্গাপূজা আয়োজনের ক্ষেত্রে বরাবর আকর্ষণীয় পূজা উপহার দিয়ে চলেছে মোটর স্ট্যান্ড এলাকায় অবস্থিত নেতাজি স্মৃতি সংঘ। প্রতিবছরই এই পূজা আয়োজনে কিছু না কিছু অভিনবত্বের ছোঁয়া থাকে। একই রকম ভাবে এবারও একেবারে মোটর স্ট্যান্ড লাগুয়া নির্ধারিত জায়গায় নেতাজি স্মৃতি সংঘ সাড়ম্বরে পূজা আয়োজন করতে চলেছে এবং বিগত প্রায় মাস খানেক ধরে প্রস্তুতি চলছে রীতিমতো চরম পর্যায়ের।

এরই মধ্যে পূজার থিম এবং যাবতীয় বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় নেতাজি স্মৃতি সংঘের তরফ থেকে দাবি করা হয়েছে এই বছর মাটির ঘরে প্রতিমা এই বিশেষ থিমকে সামনে রেখে পূজা আয়োজিত হতে চলেছে, যেখানে আধুনিকতার ছোঁয়া থাকার পাশাপাশি থাকছে চিরাচরিত ভাবধারার প্রতিফলন। জানা গেছে মণ্ডপ সজ্জ্বার দায়িত্বে বহি:রাজের শিল্পী থাকলেও আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমা, সবটাই দেখছেন স্থানীয় স্তরের শিল্পীরা।

ক্লাব কর্মকর্তাদের আশা হচ্ছে অন্যান্য বারের মতো এবারও তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীদের উপস্থিতিতে নন্দিত হয়ে উঠবে তাদের এই পূজা আয়োজন। পাশাপাশি পূজা কমিটির সম্পাদক মহিতুস দে দাবি করেছেন এবছরের বাজেট রাখা হয়েছে ২১ লক্ষ টাকা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য