Sunday, September 14, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদগোপন সূত্রের খবরে খোয়াই মহিলা থানার পুলিশ প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার...

গোপন সূত্রের খবরে খোয়াই মহিলা থানার পুলিশ প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে গৌরাঙ্গ টিলা থেকে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই সেপ্টেম্বর.….গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই মহিলা থানার উদ্যোগে এবং মহাকুমার সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে শনিবার দুপুর ১২টা নাগাদ গৌরাঙ্গ টিলার মধ্যপাড়া এলাকার বাসিন্দা অমন দেববর্মার বাড়ি থেকে তল্লাসি চালিয়ে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে। যদিও পুলিশ আসার খবর পেয়ে আগেই পালিয়ে যায় অমন দেববর্মা।যার বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানায় পুলিশ। যদিও এই ধরনের অভিযানে খোয়াই মহিলা থানার পুলিশ ব্যাপক সাফল্য পাচ্ছে। তাছাড়া বিভিন্ন নেশা কারবারিদেরও আটক করেছে প্রতিনিয়ত।যেসব নেশা কারবারিরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজের যুবকদের চিহ্নিত করে তাদের মধ্যে নেশার বিজ রোপন করেছে তাদের কোমর ভেঙ্গে দিতে খোয়াই মহিলা থানার পুলিশ জীহাদ ঘোষনা করেছে। শুধু তাই নয় এই ধরনের নেশা কারবারিদের খোয়াই মহকুমা থেকে সমুলে নাশ করতে খোয়াই মহিলা থানার পুলিশ বদ্ধ পরিকর।তাই এবং এই ধরনের অভিযান জারি থাকবে আগামী দিনও। বিশেষ করে আসন্ন দূর্গা পূজাকে সান্তিপুর্ন ভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে খোয়াই মহিলা থানার পুলিশ বলে জানান ওসি মিনা দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য