বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে আগষ্ট.….রবিবার সন্ধ্যেয় খোয়াই সুভাষপার্ক শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ত্রিপুরা যাদব মহাসভা খোয়াই শাখার উদ্যোগে ৫৭ ’তম বর্ষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও মেলার সমাপনী পর্বে আয়োজিত হয়েছিলো এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথমার্ধে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বরিষ্ঠ আইনজীবী ও সঙ্গীতশিল্পী ননী গোপাল দেবনাথ ও তাঁর সহধর্মিনী মনিমালা দেবনাথ‚ এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ওএসডি মতিলাল দেব্বর্মা এবং পদ্মবিল বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত। উদ্বোধনী পর্বে একক সঙ্গীত পরিবেশন করেন অশীতিপর সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমলা রঞ্জন ভট্টাচার্য্য‚ বরিষ্ঠ সঙ্গীতশিল্পী নিয়তি দেব‚ অরুণ দেব‚ নিলীমা দেব। তারপর নেশা মুক্ত ত্রিপুরা বিষয়ের উপর প্রবন্ধ প্রতিযোগিতায়‚ এবং প্রাতঃকালীন আধ্যাত্মিক শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও শংসাপত্র বিতরণ করা হয়েছে‚ এই পুরস্কার বিতরণ করেন শিক্ষাবিদ প্রিয়তোষ ঘোষ‚ ত্রিযাম-র সদস্য উত্তম গোপ‚ নেপাল ঘোষ। শেষে বরীষ্ঠ আইনজীবী সঙ্গীতশিল্পী ননী গোপাল দেবনাথ আরেকটি গান গেয়ে অনুষ্ঠানের প্রথমার্ধের সমাপ্তি করেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধের প্রারম্ভেই সমবেত নৃত্য পরিবেশন করেন সুরতাল নৃত্য বিদ্যালয়ের নৃত্যশিল্পীরা‚ একক সঙ্গীত পরিবেশন করেন ক্ষুদে বাউলশিল্পী নিষ্ঠা ঘোষ‚ জাগৃতি নাথ। ভজন পরিবেশন করেন সুপরিচিত সঙ্গীতশিল্পী তন্দ্রা দেববর্মন। শেষে রাজ্যের বিশিষ্ট বাউলশিল্পীদের দ্বারা সঙ্গীতানুষ্ঠান‚ যা এইদিনের বিশেষ আকর্ষণ ছিলো। বাউলশিল্পী শুক্লা পাল‚ শুভম আইচ‚ শর্মিলা বনিক‚ এবং কুমারঘাট থেকে আগত রাজ্যের সুপরিচিত বাউলশিল্পী বিশাল দেব বাউলসঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখলেন। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিকশিল্পী ও সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। এইদিন অনুষ্ঠান উপভোগ করতে দর্শক-শ্রোতাদের ভীড় ছিল চোখে পড়ার মতো। শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও মহামিলন মেলা আবালবৃদ্ধবনিতার উপচে পড়া ভীড়ে‚ উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে সুসম্পন্ন হয়েছে। মহাসভার স্থানীয় কর্তৃপক্ষ প্রবীণ শিল্পীদের সুস্বাস্থ্য ও শতায়ু কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করে। সর্বোপরি মহামিলন মেলায় রাজ্য ও বহির্রাজ্য থেকে আগত সর্বস্তরের প্রায় পাঁচ শতাধিক দোকানীসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সব বিভাগিয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে এবছরের মতো জন্মাষ্টমী উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।