Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই কালচারাল ক্যাম্পেইনের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রয়াত আলোক শিল্পী দুলাল দাসের স্মরণ...

খোয়াই কালচারাল ক্যাম্পেইনের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রয়াত আলোক শিল্পী দুলাল দাসের স্মরণ সভা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৪শে আগষ্ট……মঙ্গলবার সন্ধ্যায় কালচারাল ক্যাম্পেইনের মহড়া কক্ষে অনুষ্ঠিত হলো প্রয়াত আলোকশিল্পী দুলাল দাসের স্মরণ সভা। উক্ত সন্ধ্যায় স্মরণসভার শুরুতে দুলাল দাসের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত সকল নাট্যশিল্পী ও সংগঠকরা। সংগীতশিল্পী সুস্মিতা সোম তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন। কালচারাল ক্যাম্পেনের সম্পাদক দেবাশীষ সরকার স্বরণ সন্ধ্যায় স্মৃতিচারনার সূত্রপাত করেন ।তিনি বলেন , দুলাল দাস ও কালচারাল ক্যাম্পেন একে অপরের পরিপূরক ছিল । উনার শূন্যতা এক গভীর সংকটের সূচনা করেছে । স্মরণ সন্ধ্যায় খোয়াই নাট্য সংসদের বর্ষীয়ান অভিনেত্রী রেখা দত্তও আলোচনা করেন। লৈকোন মনিপুরী কালচারাল অর্গানাইজেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নীলকান্ত সিনহা স্মৃতিচারণায় বলেন লৈকোনের প্রথম নাট্যপ্রযোজনা থেকে এখন পর্যন্ত যতগুলি নাট্য প্রযোজনা হয়েছে তার সবগুলির আলোক শিল্পী ছিলেন দুলাল দাস। তাই দুলাল দাসের সাথে লৈকোনের নারীর টান ছিল । উত্তরণ নাট্যাঙ্গনের অভিনেতা প্রিয়ঙ্কর দাশগুপ্ত, আলোক শিল্পী দুলাল দাসের প্রভাব নাট্য জগতে কতটা শক্তিশালী ছিল সেদিকে আলোকপাত করেন। স্মৃতিচারনা করে কালচারাল ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা সদস্য প্রাণতোষ রাহা আলোক শিল্পে দুলাল দাস কিভাবে জড়িয়ে পরে তা তুলে ধরেন।শান্তি সূত্রধর এবং বিশিষ্ট অভিনেতা হরিপদ সিনহা , কালচারাল ক্যাম্পেনের সভাপতি সৈকত রায় স্মৃতিচারণা করেন। শেষে কালচারাল ক্যাম্পেনের নাট্যনির্দেশক অভিনেতা অরুণ পাল দুলাল দাসের স্মৃতিচারণায় বলেন , তার সাথে নাট্য পরিক্রমার ৪৫ বছরে অনেক অনেক অম্লমধুর স্মৃতির মূহুর্ত গুলি হৃদয়ের অন্তস্থলে চিরদিন গাঁথা থাকবে। নাটক নিয়ে পথ চলার এই স্মৃতি সতত উজ্জ্বল। তিনি কবিগুরুর উদ্ধৃতি দিয়ে বলেন ” ফুরায় যা তা ফুরায় শুধু চোখে , অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে “। কর্মমুখর জীবনাচারনে সাদাসিধে , স্নেহশীল এই প্রিয় মানুষটির আকস্মিক জীবনাবসানে আমাদের মধ্যে এক শূন্যতার সৃষ্টি হলো । সতেজ প্রাণবন্ত সৃষ্টিশীল দুলাল দাস কে আমাদের প্রত্যয় হৃদয়ের মনিকোঠায় ফিরে পাওয়া যাবে। স্মৃতি সন্ধ্যায় শিল্পী অর্পিতা রায় উচ্চারণ করেন,” তুমি রবে নীরবে ……।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য