Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা গ্রন্থাগারে পালিত হল মহারাজা বীর বিক্রম কিছু মানিক্য বাহাদুরের ১১৭তম...

খোয়াই জেলা গ্রন্থাগারে পালিত হল মহারাজা বীর বিক্রম কিছু মানিক্য বাহাদুরের ১১৭তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১শে আগষ্ট…… মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম জয়ন্তীকে সামনে রেখে খোয়াই জেলা গ্রন্থাগারের চিল্ড্রেনস্ কর্ণার রুমে খোয়াই জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষ‚ সরকারি কর্মচারীরা‚ অবসরপ্রাপ্ত কর্মচারীরা এবং কবি সাহিত্যিকরা মিলে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭ ’তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করাহয় বুধবার সন্ধ্যায় । এই অনুষ্ঠানে সমস্ত অতিথিদের উত্তরীয় পরিয়ে ও চন্দনের তিলক দিয়ে প্রথমে বরন করে নেওয়া হয়। এরপর সমস্ত অতিথি ও কবিরা মিলে জলসিঞ্চন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন। বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা মিলে একটা দেশাত্মবোধক উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। এরপর স্বাগত ভাষণ রাখেন শিক্ষিকা কবি সুমিতা রায়। মহারাজ বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জীবন ও কর্মকৃতী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখেন খোয়াই জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারিক তথা বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক জহরলাল দাস‚ শিক্ষিকা কবি করুনা দেবনাথ ও বিজ্ঞান শিক্ষক নির্মল ঘোষ। বিশেষ আলোচনা রাখেন প্রবীণ কবিসাহিত্যিক প্রণবকান্তি চৌধুরী ও শিক্ষাবিদ প্রিয়তোষ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত কবি সুব্রত আচার্য্য‚ সুব্রত দেব‚ দীপঙ্কর চক্রবর্তী‚ সুদীপ দেব‚ রাখি পাল‚ মিঠু দেবনাথ‚ দীপেন নাথশর্ম্মা‚ করুণা দেবনাথ প্রমুখরা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের উপর স্বরচিত কবিতা পাঠ করেন‚ তৎসঙ্গে কবি ও সঙ্গীতশিল্পী প্রণব কান্তি চৌধুরী‚ সৌরপ্রতিম শর্ম্মা একক সঙ্গীত পরিবেশন করেন। তারপর এই অনুষ্ঠানের আয়োজকদের তরফে উপস্থিত সমস্ত কবি-সাহিত্যিকদেরকে অতিথিদের হাত দিয়ে উপহার তুলে দেওয়া হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাজসেবক মৃণাল কান্তি মজুমদার সংক্ষিপ্ত আলোচনা রাখার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য