Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদ২৪ ঘন্টার মধ্যে দুইবার পথ অবরোধ। অবশেষে বিধায়কের হস্তক্ষেপে পথ অবরোধ প্রত্যাহার...

২৪ ঘন্টার মধ্যে দুইবার পথ অবরোধ। অবশেষে বিধায়কের হস্তক্ষেপে পথ অবরোধ প্রত্যাহার করল খোয়াই লালটিলা এলাকার পথ অবরোধকারীরা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২০শে আগষ্ট……পূর্ত দপ্তরের নবনির্মিত রাস্তা ভাঙ্গার কারণে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পথ অবরোধে বসেছিল খোয়াই এর লালটিলার এলাকা বাসিরা। কিন্তু ২৪ ঘন্টা অতিক্রম হওয়ার আগেই বুধবার দুপুরে পুনরায় পথ অবরোধে বসলো লাল টিলার এলাকাবাসিরা। তাদের বক্তব্য অতিরিক্ত পাথর বোঝাই গাড়িগুলি আসা-যাওয়ার ফলে মরণ ফাঁদে তৈরি হয়েছে খোয়াই মহকুমার অন্তর্গত রামচন্দ্র ঘাট থেকে ধলা বিল যাবার পূর্ত দপ্তরের রাস্তাটি। গত তিন মাস আগে এই রাস্তাটি খোয়াই পূর্ত দপ্তরের উদ্যোগে রাস্তাটি করে দেওয়া হয় এলাকাবাসীর স্বার্থে। যার ফলে এলাকাবাসী ব্যাপক খুশি ছিল। কিন্তু জাতীয় সড়কের সিবিটেক দপ্তরের বড় বড় ট্রাকে করে পাথর বোঝাই গাড়িগুলি প্রতিনিয়ত আসা-যাওয়ার ফলে বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। রামচন্দ্র ঘাট থেকে ধলা বিল পর্যন্ত রাস্তাটি বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে ঐ সমস্ত গাড়ি গুলির যাতায়াতের কারণে। গত সাত দিন আগে লালটিলা এলাকাবাসী বেশ কিছু গাড়ি কে আটক করে দাঁড় করিয়ে রাখে রাস্তাগুলি ভাঙ্গার কারণে। শেষে ওই পাথর বোঝাই গাড়ি চালকদের আকুতি মিনতির কারণে শেষে ওই এলাকাবাসী গাড়ি গুলি ছেড়ে দেয় একটি শর্তে যে তারা ফেরার পথে রাস্তা টি কে ঠিকঠাক করে দেবে অর্থাৎ বড় বড় গর্ত গুলোকে বন্ধ করে দেবে পাথর দিয়ে। যথারীতি তারা গাড়িগুলোকে ছেড়ে দেয়। এরপর দেখা যায় তাদের কোন হেলদোল নেই। পুনরায় পাথর বোঝাই করে এই রাস্তা দিয়ে চলাফেরা করছে সমস্ত গাড়িগুলি। শেষে বাধ্য হয়ে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই রাস্তা ধরে চলাচলকারী সমস্ত পাথর বোঝাই গাড়ি গুলিকে আটকে দেয় এলাকাবাসী। অথচ প্রায় ছয় ঘন্টা রাস্তা বন্ধ থাকার পরও পুলিশ ছাড়া কোন দপ্তরে কোন অধিকারই কে সেখানে দেখা যায়নি রাস্তা অবরোধের বিষয়ে অবরোধ কারীদের সাথে কথা বলতে। অন্যদিকে এলাকাবাসী পূর্ত দপ্তর থেকে জানতে পারে এই রাস্তা দিয়ে চলাফেরার জন্য বিশেষ করে বড় বড় গাড়িগুলি যেসব ট্রাকগুলি পাথর নিয়ে চলাফেরা করে তাদের জন্য এই রাস্তার বহন ক্ষমতা ১০ টন। অথচ এই রাস্তা ধরে চলাচল করছে ৩৫ থেকে ৪০ টন উজন নিয়ে। এমনকি সমস্ত গাড়ি চালান দেখে এলাকাবাসী বুঝতে পারে যে সমস্ত গাড়ি গুলি ৩৫ থেকে ৪০ টন পাথর বোঝাই করে এই রাস্তাটি দিয়ে চলাফেরার কারণেই রাস্তাটির এই অবস্থা। অন্যদিকে এলাকাবাসীর প্রশ্ন প্রশাসন এই বিষয়টা কে কিভাবে দেখছে। একের পর এক খোয়াই মহাকুমা বিভিন্ন রাস্তা গুলি এসব পাথর বোঝাই গাড়ির জন্য নষ্ট হচ্ছে দেখেও প্রশাসনের কোন ভূমিকা নেই। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। অন্যদিকে এলাকাবাসীর দাবি যতক্ষণ পর্যন্ত না তাদের এই রাস্তার গর্ত গুলি সারাই করা হবে ততক্ষণ তারা কোন গাড়িকে সেখান থেকে যেতে দেবে না। কিন্তু শর্ত মোতাবেক রাস্তা ঠিক করে না দেওয়ার কারণে বুধবার দুপুরে আবার পথ অবরোধে বসে লালটিলা এলাকাবাসি । তাদের বক্তব্য আর যদি ঠিক করে দিতে হয় তাহলে পূর্ত দপ্তর ঠিক করে দিলেই তারা সেই গাড়ি গুলিকে ছেড়ে দেবে। অন্যদিকে লালটিলা এলাকাবাসী যখন পথ অবরোধে বসেছিল তখন টিএসআর বাহিনী এসে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য জানায়। কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে হাতজোড় করে তাদের কাছে জানানো হয়, তারা অন্য রাস্তা ধরে যাওয়ার জন্য। কিন্তু টি এস আর বাহিনী উত্তেজিত হয়ে এলাকাবাসী কে হুমকি দিতে থাকে এখনই রাস্তা ছেড়ে দিতে হবে এই বলে তারা এলাকার পথ অবরোধকারী মা বোনদের উপর লাঠিচার্জ করতে উদ্যত হয়ে ওঠে। তা দেখে সমস্ত এলাকাবাসী সহ পথ অবরোধকারীরা উত্তেজিত হয়ে গেলে টি এস আর বাহিনীরা গালিগালাজ করতে করতে সেখান থেকে চলে যায়। গত ২৪ ঘণ্টা ধরে একই রাস্তার উপর পথ অবরোধ চলছে। কিন্তু প্রশাসনের কোন হেলদোল নেই এই গুরু গম্ভীর সমস্যাটিকে সমাধান করার জন্য গত ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সেখানে কেউ আসেনি। সংবাদ লেখা সময় জানা যায় পথ অবরোধ তুলে নেওয়া হয়েছে শর্ত মুতাবিক। শর্ত হলো বিধায়ক পিনাকী দাস চৌধুরী অবরোধকারীদের সাথে কথা বলে তাদেরকে সুস্থ করেছে যে বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে ভগ্নদশায় পরিণত নবনির্মিত পূর্ত দপ্তরের রাস্তাটি মেরামতে কাজ শুরু করা হবে। বিধায়কের এই প্রতিশ্রুতির পর পথ অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে। তাদের বক্তব্য যদি এই শর্ত না মানা হয় তবে পুনরায় সড়ক অবরোধ করে বসবেন বলে এলাকাবাসী হুমকি দেন। এখন দেখার বিষয় আগামীকাল রাস্তাটি মেরামত করে দেয় কিনা। নাকি পুনরায় পথ অবরোধে বসতে হয় লালটিলা এলাকাবাসীদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য