বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ই আগষ্ট..….ভারতবর্ষের ৭৯ তম স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের উদ্যোগে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় ।এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দুপুরে খোয়াই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি ‘নেশা মুক্ত খোয়াই’ এই বিষয়কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের নিয়ে প্যানেল ডিসকাশন করা হয় এবং ভারত বিভাগের উপর ডক্টর বাবুরাম স্বামী বিষদ আলোচনা করেন।ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় কলেজের সেমিনার হলে। শেষে ছাত্র-ছাত্রীদের হাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দশরথ দেব মেমোরিয়াল মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খোকন মজুমদার, টিচার কাউন্সিলের সেক্রেটারি ডক্টর বাবুরাম স্বামী, সহ সেক্রেটারি শিক্ষক সঞ্জিত দেব, শিক্ষিকা সীমা দেববর্মা, অধ্যাপক ড.দীপঙ্কর বিশ্বাসস, সেমিনার কনভেনার ডক্টর বর্ণিতা পুরকায়স্থ, এনএসএস প্রোগ্রাম অফিসার রাজীব দাস অতিথি অধ্যাপক সৌরভ গোপ , শিক্ষা নমঃশূদ্র, প্রীতম গোপ,সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। কি অনুষ্ঠানটি কেন্দ্র করে ছাত্রছাত্রী এবং খোয়াই বাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। মাননীয় প্রিন্সিপাল ডক্টর খোকন মজুমদার জানান যে আগামী দিনেও দশরথ দেব মেমোরিয়াল কলেজ খোয়াই এই ধরনের সামাজিক এবং মানবিক কর্মসূচি অংশগ্রহণ করবে। উল্লেখ্য যে, দশরথ দেব মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ডঃ খোকন মজুমদার মহোদয় দায়িত্ব গ্রহণের পর কলেজের সার্বিক উন্নতি পরিলক্ষিত হয়েছে। এবং এই মহাবিদ্যালয় টি একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপে লিপ্ত হয়েছে।