Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা গ্রন্থাগারে পালিত হল গ্রন্থাগারিক দিবস।

খোয়াই জেলা গ্রন্থাগারে পালিত হল গ্রন্থাগারিক দিবস।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই আগষ্ট…….সারা ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে সমস্ত ত্রিপুরা সহ খোয়াই জেলা গ্রন্থাগারেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল গ্রন্থাগারিক দিবস।এই গ্রন্থাগার বিজ্ঞানের জনক ড. এস. আর রঙ্গনাথনের ও জন্মদিন।ড. রঙ্গনাথন গ্রন্থাগারের পঞ্চসূত্র নীতির ( Five laws of Library Science) এর উদ্গাতা। তিনিই গ্রন্থাগার পরিচালনার জন্য শ্রেষ্ঠ বিজ্ঞানসম্মত পদ্ধতি আবিষ্কার করে গ্রন্থাগার বিজ্ঞানে এক যুগান্তকারী পরিবর্তন সাধিত করেন। ১৮২৯ সালে ১২ অগাষ্ট তামিলনাড়ুর তান্জোর জেলায় ড. রঙ্গনাথন জন্মগ্রহণ করেন। সেজন্য প্রতিবছর ১২ অগাষ্ট দিনটি গ্রন্থাগারিক দিবস হিসেবে সারা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার ও জনগ্রন্থার গুলিতে ঘটা করে পালন করা হয়।


এরই অঙ্গ হিসেবে ১২ অগাষ্ট -২০২৫ ইং মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই জেলা গ্রন্থাগারের চিলড্রেন কর্নার হলে এক মনোজ্ঞ পরিবেশে গ্রন্থাগারিক দিবস তথা গ্রন্থাগার বিজ্ঞানের জনক ড. এস. আর. রঙ্গনাথনের জন্মদিন পালন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন খোয়াই পুর পরিষদের মাননীয় চেয়ারম্যান শ্রী দেবাশীষ নাথ শর্মা । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস-চেয়ারপার্সন উত্তম অধিকারী , খোয়াই ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ্রী অসিতবরন ঘোষ, শিক্ষিকা শ্রীমতী করুনা দেবনাথ, দীপেন নাথ শর্মা। পরে ড. রঙ্গনাথনের প্রতিকৃতিতে ফুল মালা ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দসহ হলে উপস্থিত
কবি, শিল্পী, সাহিত্যিক, শিক্ষানুরাগী, গ্রন্থাগারের পাঠকবৃন্দসহ সবাই। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন খোয়াই- এর তরুণ প্রজন্মের কবি শিল্পী শ্রী সৌর প্রতিম শর্মা।

এরপর স্বাগত বক্তব্য রাখেন খোয়াই জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারিক শ্রী জহরলাল দাস। এরপর আলোচনায় একে একে অংশগ্রহণ করেন খোয়াই পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস-চেয়ারপার্সন উত্তম অধিকারী, খোয়াই পুর পরিষদের মাননীয় চেয়ারম্যান শ্রী দেবাশীষ নাথ শর্মা।কবি- শিক্ষিকা শ্রীমতী করুনা দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত কবি, শিল্পী সাহিত্যিকদের মধ্যে স্বরচিত কবিতা অংশ নেন কবি সুমিতা রায়,কবি সুব্রত আচার্য্য,কবি অনিমেষ ঋষিদাস,কবি করুনা দেবনাথ।কথায়,গানে,কবিতায় একটা মনোজ্ঞ আবহে গ্রন্থাগারিক দিবসের অনুষ্ঠানটি সম্পন্ন হয় মঙ্গলবার সন্ধ্যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য