Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদহাড় ঘর তিরঙ্গা এই কর্মসূচিতে জাতীয় পতাকা বিতরনের সেলফিতে পতাকার অবমাননা খোয়াই...

হাড় ঘর তিরঙ্গা এই কর্মসূচিতে জাতীয় পতাকা বিতরনের সেলফিতে পতাকার অবমাননা খোয়াই রামচন্দ্র ঘাট মন্ডলের ১২ নং বুথে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই আগষ্ট….. দেশের রাষ্ট্র বাদী সরকারের কর্মী সমর্থকদের কর্মকাণ্ড দেখে লজ্জিত সাধারণ জনগণ। সারা দেশে চলছে আর ঘর তিরঙ্গার কর্মসূচি। আর অন্যদিকে তিরঙ্গা বিতরণ করে সেলফি তুলতে গিয়ে জাতীয় পতাকার অবমাননা করল খোয়াই রামচন্দ্র ঘাট মন্ডলের অন্তর্গত ১২ নং বুথে এই দৃশ্য পরিলক্ষ হয়। সারা দেশে চলছে তিরঙ্গা কর্মসূচি আর এই দিকে খোয়াই রামচন্দ্র ঘাট মন্ডল যখন কুম্ভ নিদ্রায় ডিজে পার্টিতে ব্যস্ত যখন, তখনই রামচন্দ্রঘাট মন্ডলের অন্তর্গত ১২ নম্বর বুথ চলছে হার ঘড় তিরঙ্গা অভিযান । সেখানে খোয়াই ২৪ চন্দ্র ঘটের ১২ নং বুথের পক্ষ থেকে সবাইকে তিরঙ্গা বিতরণ করা হয়। এখানে একটা বিশেষ জিনিস পরিলক্ষিত হয় এই বুথের অন্তর্গত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে( চন্দন শুক্লবৈদ্য) প্রাক্তন শক্তি কেন্দ্র প্রমুখ ( প্রাণেশ শীল ) এবং বর্তমান বুথ সভাপতি ( নারায়ন শুক্লোবিদ্য) সবার উপস্থিতিতে এই তিরঙ্গা বিতরণ করা হয়। তার মধ্যে এম রেগা আওতায় অধীনস্থ কর্মী বর্তমান যুব মোর্চার কো-অর্ডিনেটরের বড় ভাই এর স্ত্রী সম্পর্কে বৌদি( রুমা শীল) স্বাধীন দেশের জাতীয় পতাকা উল্টে ধরে ফটো তুলে এই সেলফিটাও ক্যামেরায় বন্দী করেন তাও আইটি সেলের এক কর্মী যা খুবই আশ্চর্যের এবং লজ্জাজনক বিষয় । যেখানে ওই বুথের এতজন পদাধিকার থাকা সত্ত্বেও তাদের চোখে এত বড় ভুলটা নজরে আসেনি। আর রাষ্ট্রবাদী সরকারের আইটি ছেলের কিছু বিজ্ঞ ক্যামেরাম্যান রয়েছে তারা শুধু নিজেদের প্রচার করতে ব্যস্ত থাকে। তাদের সামনে কোনটা ভুল সঠিক হচ্ছে এটা যাচাই না করেই জনসমক্ষে বা সামাজিক মাধ্যমে প্রকাশ করে দেয়। যেখানে হাড় ঘর তিরঙ্গা কর্মসূচির অন্তর্গত জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে সেই জায়গায় দাড়িয়ে সঠিকভাবে জাতীয় পতাকা কে ধরে ফটোসেশনটা করা উচিত ছিল। কিন্তু তারা করেনি সঠিকভাবে। এই ছবির প্রদর্শনী দেখেই বোঝা যায় রাষ্ট্রবাবি সরকারের কর্মকর্তা বা কর্মী সমর্থকদের কতটুকু দেশপ্রেম রয়েছে যা পতাকা ধরার ধরন দেখেই বোঝা যায়। শুধু তাই নয় ছোটবেলা থেকে আমরা বই-পুস্তকে পড়ে আসছি জাতীয় পতাকার কোন রং কোন দিকে থাকে এবং কিভাবে ধরতে হয়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে চন্দ্রঘাট মন্ডল এর অন্তর্গত ১২ নং বুথের কর্মীরা একপ্রকার জাতীয় পতাকার অবমাননা করলো ওটাই বলা যায়। সামাজিক মাধ্যমে এই ছবিটা প্রকাশ হওয়ার পর সাধারণ জনগণের মধ্যে ওই বুথের কর্মী সমর্থকদের প্রতি দেশ প্রেমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন । আদৌ কি তারা জাতীয় পতাকা কে সম্মান করেন?

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য