বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই আগষ্ট…..খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্যোগে বুধবার দুপুর বারোটায় স্কুলের এক শ্রেনী কক্ষে এন এস এসের উদ্যোগে উৎভোধন হলো সাত দিনব্যাপী এক কর্মশালার ও রক্তদান শিবির। উক্ত অনুষ্ঠানের উৎভোধক হিসেবে উপস্থিত ছিলেন, খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, সমীর কুমার দাস, রঞ্জন দাস এবং খোয়াই মহাকুমা শাসক, নির্মল কুমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দেববর্মা থেকে শুরু করে অন্যান্য অতিথিরা সহ স্কুলের সমস্ত ছাত্র ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। মূলত খোয়াই মহকুমা এলাকাতে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের এন এস এস ইউনিটের মাধ্যমে নিজেদের তৈরি করার সুযোগ রয়েছে। গোটা বিষয়টি নিয়ে অনুষ্ঠানের উদ্বোধক অনুকুল দাস বিস্তারিত ভাবে আলোচনা করেন।এর পাশাপাশি এই এন এস এস এর উদ্যোগে বুধবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ৩০ জনেরও বেশি স্বেচ্ছায় রক্তদান করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষ অনুষ্ঠানের অতিথিরা রক্তদাতাদের সাথে কথা বলেন এবং তাদেরকে আগামী দিন রক্ত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।