Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদঅবশেষে খবরের জেরে ঘুম ভাঙলো জাতীয় সড়ক নির্মাণ সংস্থার।ভগ্ন ২০৮ নং জাতীয়...

অবশেষে খবরের জেরে ঘুম ভাঙলো জাতীয় সড়ক নির্মাণ সংস্থার।ভগ্ন ২০৮ নং জাতীয় সড়ক পরিদর্শনে আসলেন জাতীয় সড়ক নির্মাণ সংস্থার উচ্চ পদস্থ আধিকারিকরা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১১ই আগষ্ট…… অবশেষে খবরের জেরে ঘুম ভাঙলো জাতীয় সড়ক নির্মাণ সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের।খোয়াই থেকে কমলপুর এবং কুমার ঘাট পর্যন্ত ২০৮ নং জাতীয় সড়ক গত দেড় বছর আগে নির্মাণের কাজ সমাপ্ত হওয়ার পর এই রাস্তা ধরে বিভিন্ন যানবাহনের যাতায়াত শুরু হয়েছে। তাতে করে গত দেড় বছরেই এই ২০৮ নং জাতীয় সড়কটিতে নিম্নমানের কাজের ফলে খোয়াই থেকে কমলপুর পর্যন্ত সম্পূর্ণ রাস্তা ভেঙ্গে কর্দমাক্ত অবস্থা পরিণত হয়েছে। আর এই ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশা ও করুণ দৃশ্য বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে বৈদ্যতিক চ্যানেল গুলিতে গত ৮/ ৯ মাস ধরে লাগাতর খবর প্রকাশিত হচ্ছে নিম্নমানের কাজের বিষয়ে। তাতে এই সড়ক ধরে চলাচল কারি বিভিন্ন যানবাহন থেকে শুরু করে যাত্রীদেরও ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে। এই সড়ক তৈরীর ক্ষেত্রে নিম্নমানের কাজের খবর প্রতিনিয়ত বিভিন্ন সংবাদপত্রে ফলাও করে প্রকাশিত হয়েছে এমনকি এখনো হচ্ছে।এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে খোয়াই থেকে কমলপুর হয়ে কুমার ঘাট পর্যন্ত এই রাস্তার পর্যবেক্ষণ করতে কেন্দ্র থেকে জাতীয় সড়ক নির্মাতা সংস্থার এম ডি ডক্টর কিষন কুমার আই এ এস ত্রিপুরা রাজ্যে আসেন এবং সোমবার খোয়াই ২০৮ নং জাতীয় সড়ক পরিদর্শন করেন। উনার সাথে ছিলেন জাতীয় সড়ক নির্মাণ সংস্থার বিভিন্ন ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিক, রাজ্য পূর্ত দপ্তরের সেক্রেটারি কিরণ গিত্তে, খোয়াই জেলা শাসক রজত পন্থ সহ অন্যান্য আধিকারিকরা। সড়ক পরিদর্শন করে জাতীয় সড়ক নির্মাণ সংস্থা এম ডি ডক্টর কিশন কুমার এই সড়ক নির্মাণ সংস্থার বিভিন্ন ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন এই ধরনের নিম্নমানের কাজের জন্য সে বিষয়ে সাংবাদিকদের কাছে তুলে সমস্ত বিষয়টি তুলে ধরেন রাজ্য পূর্ত দফতরের সেক্রেটারি কিরন গীত্তে। সবচেয়ে বড় বিষয় হল কিরন গিত্তে বলেন আগামী অক্টোবর এবং নভেম্বরের মধ্যে এই ২০৮ নং জাতীয় সড়ক মেরামতের উদ্যোগ গ্রহণ করবে জাতীয় সড়ক নির্মাণ এজেন্সি গুলি। আর যদি যথাসময়ে এই রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ না করেন পরবর্তীতে জাতীয় সড়ক নির্মাণ এজেন্সি গুলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। তবে সবচেয়ে বড় বিষয় ২০৮ নং জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ জনগণ থেকে শুরু করে যানবাহন চালকদের অনেকেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।। এখন দেখার বিষয় যেহেতু রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিক ২০৮ নং জাতীয় সড়ক এর বেহাল অবস্থার চিত্র পরিদর্শন করে গেছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি ভূমিকা গ্রহণ করেন সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য