Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতদন্ত নিয়ে খোয়াই থানার বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযোগ করলেন ঘটে যাওয়া...

তদন্ত নিয়ে খোয়াই থানার বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযোগ করলেন ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীর সহ খোয়াই ধলাবিল এলাকাবাসীরা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১১ই আগষ্ট…..খোয়াই থানার পুলিশের বিরুদ্ধে তদন্ত নিয়ে আবারও বড়সড় অভিযোগ করলেন গত ৭ ই অগাস্ট সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও খোয়াই ধলাবিল এলাকা বাসীরা।এই ঘটনাটির সত্যতা এবং সঠিক তথ্য দিতে ওই এলাকার এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শীরা সোমবার দুপুরে সাংবাদিকদের কাছে সঠিক তথ্য তুলে ধরতে গিয়ে ঘটনাটি জানান। যে
গত ৭ ই আগস্ট খোয়াই মহকুমার অন্তর্গত ধলাবিল স্থিত জেলা স্বাস্থ্য আধিকারিক অফিসের ঠিক সম্মুখে, টমটম এবং বাইকের সংঘর্ষে টমটম যাত্রী তথা শিক্ষিকা আরতি দাস দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ঘটেছে। শিক্ষিকার মৃত্যুর ঘটনায় প্রত্যক্ষদর্শী ও ধলাবিল এলাকার জনগণ দুঃখ প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন মৃতের প্রতি। তার পাশাপাশি এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী মিলে পুলিশের তদন্তের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। গোটা বিষয়টি নিয়ে এলাকাবাসী জানান সেই দিন যে ঘটনাটি ঘটেছে সেটা সম্পূর্ণ টমটমের ভুলের কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছিল ।নিরীহ একজন পথযাত্রী তথা শিক্ষিকা আরতি দাশের প্রাণ দিতে হয়েছে। কিন্তু পুলিশ গোটা ঘটনাটি অন্যদিকে মোড় দিতে চাইছেন বলে এলাকাবাসী তথা প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। তাদের অভিযোগ এই ঘটনায় যুক্ত বাইক চালক অন্তু সরকার রাস্তার সঠিক দিক দিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে টমটম চালক কোন সিগন্যাল না দেখিয়ে হঠাৎ করে জেলা স্বাস্থ্য আধিকারিক অফিসে প্রবেশ করে ।এবং টমটম টি কাত হয়ে যায়, অন্যদিকে বাইক চালক টমটমের হঠাৎ করে বাক নেওয়া দেখে অনেকটাই গতি নিয়ন্ত্রণ করে টমটমে আঘাত করে। তখন ওই শিক্ষিকা আরতি দাস টমটম থেকে পড়ে যায় এবং উনার মাথার উপর টমটমটি পড়ে গিয়ে আঘাত করাতে ঐ শিক্ষিকা রক্তাক্ত হয়ে পরে ।প্রত্যক্ষদর্শীরা পরবর্তীতে জেলা স্বাস্থ্য আধিকারীর গাড়ি করে খোয়াই জেলা হাসপাতালে পাঠান এবং পরবর্তীতে মৃত্যু ঘটে ওই শিক্ষিকার। এলাকার জনগণ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বাইক চালকের কোন দোষ নেই সম্পূর্ণ দোষ টমটমের ছিল ।কিন্তু পুলিশ টমটমের চালকের বিরুদ্ধে এবং টম টম চালকে আইনের আওতায় আনা হয়নি শুধুমাত্র বাইক চালক অন্তু সরকার কে দোষী সাব্যস্ত করেছেন খোয়াই থানার পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এই ঘটনার প্রত্যক্ষ দর্শীরা এবং এলাকাবাসীরা মিলে। তাদের দাবি অবশ্যই পুলিশ নির্দোষ বাইক চালকে এই মামলায় অন্তর্ভুক্ত না করে দোষী টমটম এবং টমটম চালককে এই মামলায় অন্তর্ভুক্ত করুক এটাই রাজ্য সরকার এবং মাননীয় বিচারপতির কাছে আহ্বান রাখেন। কারণ পুলিশের ভুল তদন্তের কারণে একজন সাজা পাচ্ছে। এই বিষয়েও প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসীদের মন্তব্য বাইক চালক অন্তু সরকারের বিরুদ্ধে পুলিশ যে তদন্তের রিপোর্ট দিয়েছে সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী মৃত মহিলা নাকি জেলা স্বাস্থ্য আধিকারিক এর অফিসের নিকট দাঁড়িয়েছিল। আর তখনই বাইক চালক অন্তু সরকার নাকি উনাকে বাইক দিয়ে ধাক্কা মেরে ফেলে চলে যায় আর তাতেই মহিলা শিক্ষিকার মৃত্যু হয়। এই ভাবেই তদন্ত করে পুলিশ তদন্তের রিপোর্ট দেওয়ার ফলে অন্তু সরকারকে জেলে পাঠায়। প্রত্যক্ষ দর্শীদের বক্তব্য এই জায়গাতেই পুলিশ ভুল তদন্ত করে রিপোর্ট দিয়েছে। কারণ টমটমের কোন কাগজপত্র ও কোন ধরনের বীমা নেই। যার ফলে পুলিশ এই ধরনের টমটমের বিরুদ্ধে কোন ধরনের লিগ্যাল একশন নিতে পারেনা। অন্যদিকে বাইকের ক্ষেত্রে তা করা সম্ভব বলেই বাইক চালকের বিরুদ্ধে এই ধরনের মামলা সাজিয়ে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করে পুলিশ। আর এই ঘটনার সঠিক তদন্ত করতে এবং সঠিক বিচার করতে এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা চাইছে মাননীয় রাজ্য সরকার এবং মাননীয় আদালতের বিচারপতির কাছে। এখন দেখার বিষয় মাননীয় আদালত সঠিক তদন্ত করে অন্ত সরকারকে এই মামলা থেকে রেহাই দেয় কিনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য