তেলিয়ামুড়া প্রতিনিধ :তেলিয়ামুড়ার অন্যতম বনেদি ক্লাব প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সাধারণ নির্বাচন রবিবার অনুষ্ঠিত হচ্ছে। দশটা থেকে উৎসবের মেজাজে শান্তিপূর্ণভাবে ক্লাবের পরবর্তী তিন বছরের জন্য পরিচালন কমিটি তৈরি করার লক্ষ্য মাত্রাকে সামনে রেখে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ২৫৬ জন ভোটারের মধ্যে সকাল দশটা থেকে ১১ঃ০০ টা পর্যন্ত ৪৬ জন ভোটার, এগারোটা থেকে বারোটা পর্যন্ত ৯০ জন ভোটার ভোট দিয়েছেন, এমনটাই দাবী করেছেন ভোট গ্রহণ কাজের সাথে যুক্ত রিটার্নিং অফিসার নেপাল চন্দ্র দেব। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন পাঁচটায় ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে পরে সাড়ে পাঁচটা থেকে শুরু হবে গণনা কাজ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০২২ সালে প্রথম প্রগ্রেসিভ ইউথ ক্লাবের নির্বাচনের মধ্য দিয়ে পরিচালন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ক্লাবের নিয়ম অনুযায়ী এবছর অর্থাৎ ২০২৫ সালে তিন বছরের ব্যাবধানে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ করার জন্য ক্লাব কর্মকর্তাদের সদর্থক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।