Saturday, August 30, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া নেতাজি সংঘ ক্লাবের পুজো প্রস্তুতি

তেলিয়ামুড়া নেতাজি সংঘ ক্লাবের পুজো প্রস্তুতি

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
গোটা খোয়াই জেলা তথা তেলিয়ামুড়া মহকুমার অন্যতম দূর্গা পূজা আয়োজক হিসেবে তেলিয়ামুড়ার নেতাজি নগর মটর স্ট্যান্ড স্থিত নেতাজি স্মৃতি সংঘ বিশেষভাবে পরিচিত। গুটি গুটি পায়ে পথ চলতে শুরু করে এবার ৪২ তম বর্ষে পদার্পণ করেছে এই নেতাজি স্মৃতি সংঘ। আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে এবং রবিবার বিভিন্ন অংশের ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকার একটা অংশের সাধারণ মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে খুঁটি পূজা।

এই খুঁটি পূজা পর্বকে সামনে রেখে নেতাজি স্মৃতি সংঘ ক্লাবের তরফ থেকে রবিবার দাবি করা হয়েছে , এবছর মাটির ঘরে মা এই বিশেষ থিম নিয়ে ২১ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে এবছর প্যান্ডেল তৈরি থেকে শুরু করে আলোকসজ্জার কাজে থাকবে নবদ্বীপের শিল্পীরা, এবং প্রতিমা তৈরি করবেন স্থানীয় শিল্পী, এমনটাই ক্লাব সূত্রে দাবি করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে অন্যান্য বছরের মত এবছরও রক্তদান শিবির সহ বিভিন্ন প্রকারের সামাজিক কর্মকান্ড নেতাজি স্মৃতি সংঘ হাতে নিতে চলেছে।
ক্লাব কর্তৃপক্ষ আশাবাদী অন্যান্য বছরের মতো এবছরও বিভিন্ন অংশের দর্শনার্থীরা ভিড় জমাবেন তেলিয়ামুড়ার অন্যতম এই বনেদি পূজা আয়োজনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য