Saturday, August 9, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদদু-তিন দিনের বৃষ্টিতে তেলিয়ামুরার কৃষি নিয়ন্ত্রিত বাজারের নাজেহাল অবস্থা

দু-তিন দিনের বৃষ্টিতে তেলিয়ামুরার কৃষি নিয়ন্ত্রিত বাজারের নাজেহাল অবস্থা

তেলিয়ামুড়া প্রতিনিধি ,,,,,দুই তিন দিনের প্রচন্ড বৃষ্টিতে নাজেহাল অবস্থা তৈরি হয় তেলিয়ামুড়ার কৃষি নিয়ন্ত্রিত সবজি বাজারে। এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ তেলিয়ামুড়ার পাইকারি সবজি বাজার উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে অন্যান্য দিনের মতো বিভিন্ন স্তরের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি জাত পণ্য সামগ্রী নিয়ে বাজারে আসেন এবং রাজ্যের বিভিন্ন জায়গার সবজি ক্রেতারা সবজি কেনার জন্য অন্যান্য দিনের মতো যথারীতি আসেন। তবে কিছুক্ষণের মধ্যেই বিপত্তি তৈরি হয়। জল কাদায় একাকার হয়ে যায় তেলিয়ামুড়া সবজি বাজার প্রাঙ্গণ। দিকে দিকে কৃষকদের নানান প্রকারের পণ্য সামগ্রী গুলি জল কায়দায় নষ্ট হতে থাকে, প্রয়োজনীয় দাম শুধুমাত্র বাজারের অব্যবস্থার জন্য বিভিন্ন স্তরের কৃষকরা পাচ্ছেন না, এই অভিযোগে একটা সময় ব্যাপক অসন্তুষ তৈরি হতে থাকে। উপায় না দেখে বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা রাজনৈতিক দলমত নির্বিশেষে বাজার পরিচালক যারা রয়েছেন, কৃষি দপ্তরের নিয়ন্ত্রণাধীন এগ্রি প্রডিউস এর কার্যালয়ে প্রতিবাদে সোচ্চার হোন এবং একটা সময়ে তালা বন্ধ করে দেন এই কার্যালয়টি।

গোটা বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর কৃষি তত্ত্বাবধায়ক সহ একাধিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং কৃষকদের সাথে কথা বলে পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। কৃষকদের বক্তব্য হচ্ছে অত্যাধুনিক বাজার শেড তৈরি হচ্ছে এটা ঠিক, কিন্তু বিভিন্ন অংশের কৃষকরা যারা দূর-দূরান্ত থেকে কৃষি জাত সামগ্রী নিয়ে আসবেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা না করে এই উদ্যোগ তাদের সমস্যা করছে, এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না হওয়া পর্যন্ত বাজারের বদলে জাতীয় সড়কেই সবজি বাজার বসবে, এমনটা রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন কৃষক কুল।

এখন দেখার বিষয় কৃষক-বিক্ষোভ বা সম্মিলিত আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগামী দিনে কৃষক এবং কৃষি স্বার্থে তেলিয়ামুড়ার কৃষি নিয়ন্ত্রিত বাজার কমিটি কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারে কিনা। এখানে উল্লেখ করা প্রয়োজন, দীর্ঘক্ষণ তালা বন্ধ থাকার পর অবশেষে আধিকারিকদের হস্তক্ষেপে তালা মুক্ত করা হয় কার্যালয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য