তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে তোল্লা বাজি সহ অবৈধভাবে হয়রানির অভিযোগ একাংশ যান চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সব্জি ক্রেতাদের। ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা এবং গাড়ির চালকেরা সম্মিলিতভাবে বিক্ষোভ প্রদর্শন করে পথ অবরোধে শামিল হয়,ঘটনা শুক্রবার সকালে।
ক্রেতা এবং গাড়ির চালকদের অভিযোগ মূলে খবরে প্রকাশ,, নাকা পয়েন্টে ডিউটি রত অবস্থায় তেলিয়ামুড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভার লোডের নামে জরিমানা আদায় করার প্রয়াস করছিলেন। একটা সময় বিশ্বজিৎ বাবু নাকি দাবি করেন আইনগত জরিমানা না দিলেও উনাকে ১০০, ২০০ কিংবা ৩০০ টাকা করে প্রনামী দিতে হবে।
এই ফরমান শোনার পর সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা, এবং যান চালকেরা ক্ষুব্ধ হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একটা সময়ে অসম আগরতলা জাতীয় সড়কে প্রতিবাদ করতে থাকেন।
ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিভিন্ন স্তরের সব্জি ক্রেতা বক্তব্য হচ্ছে,, প্রায় সময় এই হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট দিয়ে যখন তারা বিভিন্ন পণ্য নিয়ে আসা-যাওয়া করেন , তখন একটা অংশের পুলিশ কর্মীরা অবৈধভাবে তাদের কাছ থেকে তুল্লা আদায় করার প্রয়াস করেন এবং জরিমানার নামে অহেতুক আইনের ভয় দেখিয়ে হয়রানি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ঘটনার তদন্তক্রমে অবশ্যই ব্যাবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে, কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে দপ্তর অতি শীঘ্রই করা ব্যাবস্থা গ্রহণ করতে চলেছে।