বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই আগষ্ট……শুক্রবার দুপুরে বাইজাল বাড়ি থানার পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে বেলফাং নাকা পয়েন্টে উৎ পেতে বসে থাকে একটি গাঁজা ভর্তি গাড়ি আটক করার জন্য। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ টি আর ০৪ এ ০৩৪২ এই নাম্বারের একটি মারুতি গাড়ি বেলফাং নাকা পয়েন্টে আসলে পুলিশ গাড়িটিকে আটক করে। ঘটনার সঙ্গে সঙ্গেই গাড়িতে থাকা দুই জন গাড়ি ফেলে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন পুলিশ পালিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে সুব্রত দেবনাথ নামে এক যুবককে ধরতে সক্ষম হয়। অপর এক যুবক পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালালে গাড়ির দরজার ভেতর থেকে মোট ৭০টি প্যাকেট করা অবস্থায় শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। বাইজাল বাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা জানিয়েছেন মোট ৩৭ কেজি গাঁজা উদ্ধার হয় এই অভিযানে। মূলত বাইজাল বাড়ি থানা হওয়ার পর বেশ কয়েকটি অবৈধ গাঁজা এবং নেশা সামগ্রী আটক করেছেন এই থানার তত্ত্বাবধানে। অবৈধ নেশা সামগ্রী কারবারিরা খোয়াই মহকুমাকে করিডর বানিয়ে নেশা সামগ্রী আদান-প্রদান করছেন। এই বিষয়টিকে মাথায় রেখে খোয়াই মহকুমা পুলিশ প্রশাসন পুলিশি তৎপরতা বিশেষ করে নাকা পয়েন্ট গুলিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। যার ফল স্বরূপ কিছুদিন পরপর নাকা পয়েন্ট গুলিতে অবৈধ নেশা সামগ্রী আটক করছেন পুলিশ। তবে পুলিশ জানিয়েছেন এইরকম অভিযান বিশেষ করে অবৈধ নেশা সামগ্রী কারবারীদের বার বারন্ত বন্ধ করার জন্য এইরকম অভিযান এবং পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।