Saturday, August 9, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদকৈলাশহরে আইএলএস হাসপাতালের বিনামূল্যের মেগা স্বাস্থ্য শিবির

কৈলাশহরে আইএলএস হাসপাতালের বিনামূল্যের মেগা স্বাস্থ্য শিবির

স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কৈলাশহরে আইএলএস হাসপাতাল আগরতলা আয়োজন করল এক বিনামূল্যের মেগা স্বাস্থ্য শিবির। সকাল থেকেই উনকোটি কালাক্ষেত্রে  প্রাঙ্গণে ছিল প্রাণচঞ্চল ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা এবং শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিনকু রায়। তাঁর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাশহর পৌর পরিষদের পুর পরিষদের চেয়ারপার্সন শ্রীমতী চপলা রানী দেবরায়, যিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন— “এই ধরনের শিবির কেবল চিকিৎসা নয়, মানুষের মনে নতুন আস্থা তৈরি করে।”

আইএলএস হাসপাতাল আগরতলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ — ডা. রাহুল এম শর্মা (ইউরোলজিস্ট), ডা. নীলাঞ্জন মজুমদার (কার্ডিয়োলজিস্ট), ডা. দীপঙ্কর পাল ও ডা. রিয়াশ দেববর্মা (মেডিসিন বিশেষজ্ঞ) এবং উত্তর ত্রিপুরায় আইএলএস-এর প্রতিনিধি শ্রী অমিত ভট্টাচার্য।

শিবিরে ইউরোলজি, কার্ডিওলজি, মেডিসিন, চক্ষু পরীক্ষা, রক্তে শর্করা ও রক্তচাপ পরীক্ষা, ইসিজি এবং ইকো-সহ একাধিক উন্নত মানের চিকিৎসা পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করানো হয়। শুধু পরীক্ষা নয়, রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনাও পান।

দিনভর প্রায় একশোরও বেশি রোগী এই স্বাস্থ্য শিবিরের সুবিধা নেন। অনেকেই জানান, দূরদূরান্ত থেকে এসে একই জায়গায় এতগুলো বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা পাওয়া তাদের কাছে বিরল অভিজ্ঞতা। আইএলএস হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী দিনগুলোতেও এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, যাতে প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার মানুষ মানসম্মত, উন্নত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা পেতে পারেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য