Wednesday, October 15, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই চম্পাহাওড়ার থানাধীন দিনোকোবরা এলাকার এক নদী থেকে ৪২ বছরের এক ব্যক্তির...

খোয়াই চম্পাহাওড়ার থানাধীন দিনোকোবরা এলাকার এক নদী থেকে ৪২ বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই আগষ্ট…….খোয়াই চাম্পাহওয়ার থানাধীন তুলাশিকড় ব্লকের অন্তর্গত দিনকোবরা এলাকার এক নদী থেকে খোয়াই থানার অন্তর্গত মহাদেব টিলা এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক জিতেন্দ্র দেবনাথ এর ৪২ বছরের ছেলে নারায়ণ দেবনাথের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার সকালে ।ঘটনার বিবরণে জানা যায় গতকাল অর্থাৎ বুধবার সকাল ৯ টা পর্যন্ত নারায়ণ দেবনাথ কে খোয়াই মহকুমা মহাদেব টিলা এলাকাতে দেখা গিয়েছিল। এরপর হয়তো দুপুরের দিকে দিনকোবরা এলাকায় চলে যায় নারায়ণ দেবনাথ । শেষে বৃহস্পতিবার সকালে নারায়ণ দেবনাথের মৃতদেহ তুলা শিখর ব্লকের অন্তর্গত চাম্পা হাওর থানা এলাকার দিনকোবরা এলাকাতে একটি পাহাড়ি নদীর জলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ জানায় দিনকোবরা এলাকাতে ফরেনসিক টিম গোটা ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছায়। মূলত ফরেনসিক টিম এই মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচন করার জন্য ঘটনাস্থলে তদন্ত করেছেন। পরবর্তীতে পুলিশ মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন।পুলিশ জানিয়েছেন তাদের প্রাথমিক তদন্তে খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তার মাথায় টাক্কাল দিয়ে কোপ দেওয়ার ক্ষত চিহ্ন রয়েছে ।তাই এই ঘটনাটি খুনের ঘটনা বলে সাংবাদিকদের ক্যামেরার সামনে বললেন পুলিশ। বিভিন্ন মহলের প্রশ্ন খোয়াই থানার অন্তর্গত মহাদেব টিলা এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথ, এই লোকটি কি করে দিনো কোবরা মত এলাকাতে খুন হল এর পেছনে কি কারন থাকতে পারে এটা নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন। এলাকা সূত্রে জানা যায় এই লোকটি বরাবরই এলাকাবাসীর সঙ্গে সুসম্পর্ক ছিল। তবে এলাকা সূত্রে ও খবর রয়েছে এই নারায়ন দেবনাথ প্রায় সময় মতামত থাকতো। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছেন গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে খোয়াই মহাদেব টিলা এলাকা থেকে তুলা শিখর ব্লকের অন্তর্গত চাম্পা হাওয়ার থানা ধিন দিনকোবরা এলাকাতে কিভাবে পৌঁছালো এই বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এটা কি পরিকল্পিত কোন খুন, নাকি কোন দুর্ঘটনা। তবে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের অভিমত পুলিশের তদন্তে গোটা ঘটনাটির রহস্য উন্মোচিত হবে। এখন দেখার বিষয় এই খুনের ঘটনার রহস্য সঠিকভাবে পুলিশ উন্মোচন করতে পারে কিনা। নাকি সাধারণ ঘটনা হিসেবে পুলিশ এই ঘটনার ইতি টানে সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য