Wednesday, August 6, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআসাম আগরতলা জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু গাড়ি চালকের

আসাম আগরতলা জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু গাড়ি চালকের

সরকারি কোষাগরের লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদতে দুর্যোগ মোকাবেলা দপ্তর প্রয়োজন এর সময় কতটা ঢাল তলোয়ার হীন নিধিরাম সরদারে পরিণত হয় তার দৃষ্টান্ত আজ আরও একবার স্থাপিত হয়েছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকাতে। এর সাথে সাথে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মহকুমা প্রশাসন সার্বিকভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বলতে দ্বিধা নেই শুধুমাত্র মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাবে এবং দুর্যোগ মোকাবেলা দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগের অভাব একটা দুর্ঘটনা গ্রস্থ গাড়ির চালককে বাঁচাতে পারেনি, শত শত মানুষের সামনে সেই গাড়ির চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত্রি আনুমানিক আড়াইটা নাগাদ চাকমা ঘাট এলাকাতে জাতীয় সড়কের উপর ধর্মনগর থেকে আগরতলা গামী সিমেন্ট বুঝাই লরি দুর্ঘটনা গ্রস্ত হয়। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালক (তিনি আবার মালিকও) দুর্ঘটনা গ্রস্থ হওয়ার পর গাড়ি থেকে বের হতে পারছিলেন না। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ চেপে গিয়ে চালকের শরীরের সাথে যুক্ত হয়ে গেছিল। এই অবস্থাতে কাঞ্চনপুর এলাকার মাখনলাল দেবনাথ এর ছেলে মিহির লাল দেবনাথ বারবার কাতর ভাবে বাঁচার চেষ্টা করছিল। বারবার অনুনয় করছিল কোনভাবে তাকে এখান থেকে বার করা হোক। কিন্তু দুঃখের বিষয় দুর্ঘটনার প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন কিংবা সরকারি কোষাগাড়ের টাকায় পুষ্ট দুর্যোগ মোকাবেলা দপ্তর অগ্নি নির্বাপক দপ্তরকে সাথে নিয়ে মৃত্যু পথযাত্রী মিহির লাল দেবনাথ কে উদ্ধার করতে পারেনি। যদিও দুই থেকে তিনজন দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মী কোনভাবে উপস্থিত হয়েছিল কিছু একটা আয়রন কাটার যন্ত্র নিয়ে যেটা কাজ করছিল না বলে খবর, এর পাশাপাশি জনৈক ডিসিএম সাহেব দুর্ঘটনা ঘটার প্রায় সাত ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়।
এলাকার মানুষ সম্মিলিতভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এইভাবে প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্থ এক গাড়ির চালকের করুন পরিণতির জন্য।

সর্বশেষ খবর অনুযায়ী দুর্ঘটনা ঘটেছে রাত্রি আড়াইটা নাগাদ, প্রশাসনিক দল নটা 40 মিনিট নাগাদ অবশেষে মিহির লাল দেবনাথের নিথর দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে দায়িত্ব খালাস করে।
এই দুর্ঘটনা একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে ঠিক অন্যদিকে আরও একবার প্রমাণ করলো যতই কাগজে-কলমে দুর্ঘটনা মোকাবেলায় দুর্যোগ মোকাবেলা বিভাগকে প্রশিক্ষণ দেওয়া হোক না কেন সময় আসলে সবাই রীতিমতো ব্যর্থ হিসেবে পরিচয় বহন করে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে টিএসআর বারো ব্যাটেলিয়ানের বিভিন্ন স্তরের কর্মীরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বলে খবর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য