বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা আগষ্ট…..ডি ওয়াই এফ আই এর রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি তপন চক্রবর্তী ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুর ১২ টায় খোয়াই সি পি আই এম দলের জেলা কার্যালয়ে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ এর যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রত্তদান শিবিরে উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই দিন রক্তদান শিবিরে প্রথমে রক্তদাতাদের সাথে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এরপর রক্ত দান শিবিরের অনুষ্ঠানে যোগদান করে। উক্ত অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, খোয়াই এর বিধায়ক নির্মল বিশ্বাস, ডি ওয়াই এফাই এর রাজ্য কমিটি সভাপতি পলাশ ভৌমিক, প্রাক্তন বিধায়ক পদ্ম কুমার দেববর্মা, খোয়াই বিভাগের সভানেত্রী মল্লিকা শীল সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। এরপর শহীদ তপন চক্রবর্তী স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।তাছাড়া এই রক্তদান শিবিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আলোচনা করতে গিয়ে বলেন, আজ থেকে পঁচিশ বছর আগে ২০২০ সালে আগস্টের এই দিনটিতেই বর্তমান কল্যাণপুর বিধানসভার অন্তর্গত শান্তিনগর গ্রাম থেকে দলীয় কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে সেখান কার খেয়াঘাটে দুষ্কৃতিকারীদের হামলায় নিহত হয়েছিলেন। তৎকালীন সময়ে তপন চক্রবর্তী সাধারণ জনগণের জন্য তথা সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে। তাই তিনি আজকের যারা যুবকরা রয়েছে তাদের কাছে আহ্বান রাখেন তপন চক্রবর্তীর অসমাপ্ত কাজ গুলি যেন আজকের যুবকরা পরিপূর্ণ করে এই আহবান তিনি রাখেন দলীয় কর্মকর্তাদের প্রতি। এই দিন এই রক্তদান শিবিরে মোট ৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।