বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১লা আগষ্ট…..খোয়াই কৃষি দপ্তরের উদ্যোগে শুক্রবার দুপুরে মহকুমা এলাকার কৃষকদের বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় বিনামূল্যে। কৃষকদের ছোট পাওয়ার টিলার এবং স্প্রে মেশিন বিতরণ করা হয়।আজকের এই যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্য ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী ও দপ্তরের আধিকারিক প্রদ্যুৎ দে সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধক জেলা পরিষদের সদস্য অনুকূল দাস বলেন কৃষকরা হল আমাদের দেশের অন্নদাতা, তাদের কৃষিকাজের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। এই কৃষি কাজর উন্নয়নকে বাদ দিয়ে অর্থাৎ কৃষকদের কৃষিকাজের কথা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কখনোই ভাবেন না। শ্রী দাস আরো বলেন সরকার কৃষকদের কথা চিন্তা করে তাদেরকে কিষাননিধি ভাতার ব্যবস্থা করেছেন এই কিষাননিধি ভাতার ব্যবস্থা করাতে কৃষকরা বছরে ভালো পরিমান অর্থ পেয়ে থাকেন সরকারের কাছ থেকে। পরিষ্কারভাবে বলবার চেষ্টা করেন বিগত দিনের যে সরকার গুলি ছিল তারা কৃষকদের জন্য কিষণ নিধির মত ভাতার ব্যবস্থা করেনি। আসলে খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস বলবার চেষ্টা করেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশে থেকে কৃষকদেরকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন। ঠিক একই রকম ভাবে খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্য কৃষকদের আর্থিক এবং সামাজিক এবং কৃষিকাজের বিজ্ঞানসম্মত করার পরিপ্রক্ষিতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কৃষি যন্ত্রপাতি গুলি বিভিন্ন সময় প্রদান করে থাকেন। তিনি আশা ব্যক্ত করেন সরকার যে সমস্ত কৃষি যন্ত্রপাতিগুলো প্রদান করছেন এতে কৃষকদের কৃষি কাজ করার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এখন দেখার বিষয় কৃষকরা দপ্তরের দেওয়া এই কৃষি যন্ত্রপাতিগুলি কৃষিকাজে সঠিক ব্যবহার কতটুকু করেন। তবে এই যন্ত্রপাতি গুলোই যদি কৃষকরা সঠিকভাবে কৃষি কাজে ব্যবহার করেন তবে কৃষকরা অনেকটাই উপকৃত হবেন বলে অনেকেরই ধারণা।