Thursday, July 31, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপ্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে তিপরা মথা দলের আক্রমনে আহত বিজেপি দলের...

প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে তিপরা মথা দলের আক্রমনে আহত বিজেপি দলের কর্মীদের খোঁজ খবর নিতে ঐ এলাকায় পরিদর্শনে যান মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক রামপদ জমাতিয়া সহ বিজেপি দলের এক ঝাঁক নেতৃত্বরা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩০শে জুলাই…….গত ২৭ শে জুলাই রবিবার সকালে খোয়াই চম্পাহাওর থানা ধিন আশারাম বাড়ী বিধানসভার অন্তর্গত পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজের বাসিন্দা স্বরজিৎ দেববর্মার বাড়িতে প্রধানমন্ত্রীর মন কি বাত এর অনুষ্ঠান চলছিল। তখনই ত্রিপরা মথার কিছু দুষ্কৃতিকারীরা ওই বাড়িতে মন কি বাত অনুষ্ঠানে আগত বিজেপি কর্মীদের উপর দা, লাঠি, গুলতি নিয়ে আক্রমণ চালায় তাতে দুটি গাড়ি সহ বেশ কিছু বাইক ভেঙ্গে তান্ডব চালায় দুষ্কৃতিকারীরা। তাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর ভাবে আহত হয়। তাছাড়া দুজনকে জিবি তে ও রেফার করা হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর বারোটায় সেই এলাকাটি পরিদর্শন করতে যান মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন সংসদ রেবতি মোহন ত্রিপুরা, জনজতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, সহ-সভাপতি মঙ্গল দেববর্মা, বিরোধী দলের এম ডি সি বিমল চাকমা সহ এক ঝাঁক বিজেপি দলের নেতৃত্বরা আক্রান্ত স্বরজিৎ দেববর্মার বাড়ি পরিদর্শন করেন। এবং সমস্ত ঘটনা জানার চেষ্টা করেন। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সবার খোঁজ খবর নেন উপস্থিত সমস্ত নেতৃত্বরা। এই বিষয়ে সান্তনা চাকমা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান। এবং বলেন ত্রিপরা মথা দলের দুষ্কৃতিকারীরা যেভাবে হামলা করেছে সেই হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন এই ধরনের হামলা যদি আবার ঘটায় তাহলে এর পরিণাম ভয়াবহ হবে। পাশাপাশি এও বলেন দেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিজেপি দল। এই দলের কর্মীদের উপর হামলা। তাও প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে আসা বিজেপি দলের সমর্থকদের উপর হামলা তা কোন ভাবেই দল মেনে নেবে না। এর জন্য দল প্রতিকার করবেই। পাশাপাশি বিধায়ক রামপদ জমাতিয়াও একই সুরে মথার কর্মীদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিনি এও বলেন এই এলাকার মথা দলের বিধায়ক অনিমেষ দেববর্মার সমর্থকরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন। এর পর সফর কারি প্রতিনিধি দলটি খোয়াই জেলা পুলিশ সুপার এর সাথে সাক্ষাৎ করেন এবং ঘটনার মামলা কতটুকু এগিয়েছে এই সব বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করেন । সবচেয়ে বড় বিষয় হল চাম্পাহাওয়া থানাধীন এর অন্তর্গত পূর্ব তকচায়া এলাকায় জনজাতি মোর্চার রাজ্য নেতৃতীরা এই এলাকাতে সফর করেছেন তার পাশাপাশি সাথে প্রাক্তন সংসদ রেবতী মোহন ত্রিপুরা, মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক রাম পদ জমাতিয়া এই এলাকার সফর করাতে স্থানীয় এলাকাতে বিজেপি কর্মী সমর্থকরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এবং তাদের মনোবল অনেকটাই বৃদ্ধি পাবে বলে বুদ্ধিজীবিদের ধারনা। এতে করে আগামী দিনে পাহাড়ি এলাকা গুলিতে অর্থাৎ উপজাতি এলাকা গুলিতে শাসক দল নিজেদের সংগঠন অনেকটাই প্রসার ঘটাতে পারবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ঐ এলাকায় মন্ত্রী সান্তনা চাকমার সফরকে কেন্দ্র করে ঐ এলাকায় আঁটো সাটো নিরাপত্তা ব্যবস্থা ছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য