তেলিয়ামুড়া প্রতিনিধিঃ*-
তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ! এর মধ্যে উল্লেখযোগ্য তিন তলা বিশিষ্ট এগ্রি প্রডিউস মার্কেট, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসের নির্মাণ কাজ, ডি.সি.এম অফিসের নতুন পাকা ভবন, চাকমা ঘাটের ওয়াটার প্ল্যান্টের কাজ। কাজগুলো কি অবস্থায় রয়েছে কি গতিতে চলছে তা দেখতে সোমবার এলাকার বিধায়িকা কল্যাণী রায়সহ এক প্রতিনিধি দল নিমিয়মান কাজ পরিদর্শন করেন।
এদিন পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমকে বিধায়িকা কল্যাণী সাহা রায় জানান এই সময় গোটা তেলিয়ামুড়া জুড়ে উন্নয়নমূলক কাজের কর্মযজ্ঞ চলছে। এইভাবে কর্মসূচি গুলোর বাস্তব ভিত্তিক রূপায়ণের মধ্য দিয়ে আগামী দিনে তেলিয়ামুড়া ক্রমান্বয়ে আরো উন্নত হবে বলে অভিমত ব্যক্ত করেন বিধায়িকা কল্যাণী সাহা রায।
এদিন পরিদর্শন কালে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিঃ চেয়ারম্যান নীতিন সাহা, তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের সচিব নন্দন রায়, মন্ডল নেতৃত্ব সুমন ঘোষ, গোপাল বর্মন প্রমুখ।