Saturday, July 26, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবাড়িতে নেশা সামগ্রী হোম ডেলিভারি করতে গিয়ে এলাবাসির হাতে আটক নেশা কারবারি...

বাড়িতে নেশা সামগ্রী হোম ডেলিভারি করতে গিয়ে এলাবাসির হাতে আটক নেশা কারবারি ও সেবন কারি।ঘটনা খোয়াই অরবিন্দ পার্ক এলাকার।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬শে জুলাই……কিছু দিন ধরে লক্ষ করা যাচ্ছে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকাতে অভিনব পদ্ধতি অবলম্বন করে ড্রাগস সহ বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী গুলি হোম ডেলিভারি করা হচ্ছে দীর্ঘ দিন ধরে। এমনই একটি ঘটনা ঘটলো শনিবার সকালে খোয়াই শহর এর অরবিন্দ পার্ক সংলগ্ন এলাকাতে। ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান অরবিন্দ পার্ক এলাকার বাসিন্দা মৃত ব্রজলাল দেববর্মার সুপুত্র পান্নালাল দেববর্মা কাছে প্রায় সময়ই তার বাড়িতে টমটম নিয়ে এক ব্যক্তি অবৈধ ব্রাউন সুগার বিক্রি করতে আসে দুর্গানগর এলাকার এক ড্রাগ্স ব্যবসায়ী। এলাকাবাসী গোটা বিষয়টি বেশ কিছুদিন ধরে প্রত্যক্ষ করছিল। শেষে শনিবার সকালে হাতে নাতে আটক করেন ড্রাগ্স সেবনকারী এবং ড্রাগস কারবারিকে। যদিও এলাকার মানুষের অভিযোগ ড্রাগ্স কারবারি এবং ড্রাগ্স সেবনকারীকে আটক করছিল না পুলিশ সবকিছু জানার পরও। অবশেষে তাদের কে ধরার পর এলাকাবাসীর চাপে পড়ে উভয়কেই গ্রেফতার করে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য