তেলিয়ামুড়া প্রতিনিধি—
হঠাৎ তেলিয়ামুড়া মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ভৌতিক আতঙ্কের রুল! হঠাৎ করে তিন (৩) জন সপ্তম শ্রেণীর ছাত্রী এবং এক(১) জন ষষ্ঠ শ্রেণীর ছাত্র অসুস্থ হয়ে যায় কোন এক ভৌতিক কান্ড’কে পরিলক্ষিত করে।
সঙ্গে সঙ্গেই মোহরছড়া স্কুলের শিক্ষকরা তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং সেখানেই বর্তমানে চলছে তাদের চিকিৎসা। ছাত্র-ছাত্রীরা হল মনোজিৎ মন্ডল (ষষ্ঠ শ্রেণী), দিয়া দেবনাথ (সপ্তম শ্রেণী), তনুশ্রী সরকার ( সপ্তম শ্রেণী), শুভশ্রী দেবনাথ (সপ্তম শ্রেণী)।
যদিও এক ছাত্র জানায়,, বিদ্যালয় চলাকালীন যখন সে বাথরুমে প্রাকৃতিক কাজ করতে যায় হঠাৎ করে তার চোখের সামনে ভেসে আসে এক মুণ্ডহীন মানুষ। সারা শরীর কালো রং এবং বিকৃত আকারের। এই অবস্থা দেখেই সে আতঙ্কে ছুটে আসে বিদ্যালয়ে।
কিছুক্ষণের মধ্যেই আরও তিন(৩)জন ছাত্রী বাথরুমের দিকে গেলে একই দৃশ্য পরিক্ষিত করে তারা। তারাও আতঙ্কে ছুটে এসে চিৎকার করতে থাকে উন্মাদ পাগলের মতো। বিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো দেখার পর তারা চার(৪)জনকেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চলছে তাদের প্রাথমিক চিকিৎসা। তবে কথায় আছে মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি একটি ভৌতিক কান্ড কারখানার দিক দিয়ে বিগত বহু বছর ধরেই এর সাক্ষী রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ’কে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের পক্ষ থেকে ওই বাথরুম গুলি ব্যাবহার না করে ভেঙ্গে ফেলারও উপদেশ বারবার দেওয়া হয়েছিল। এবং এই বিদ্যালয় এর ভিতরেই এর আগেও অনেক অপমৃত্যুর ঘটনা ঘটে গিয়েছিল।
যা বিগত কিছুদিন পরপরই ছাত্র-ছাত্রীদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। শুক্রবার আরও একবার এই ভৌতিক কান্ড থেকে অসুস্থ ৪ ছাত্রছাত্রী। আদৌ কি ভৌতিক কান্ড না অন্য কিছু লুকিয়ে আছে আর পেছনে তা খতিয়ে দেখলেই আসল রহস্য উন্মোচন হবে!