Saturday, July 26, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদযথাযথ মর্যাদায় তেলিয়ামুড়াতেও পালিত হল বি এম এস এর প্রতিষ্ঠা দিবস

যথাযথ মর্যাদায় তেলিয়ামুড়াতেও পালিত হল বি এম এস এর প্রতিষ্ঠা দিবস

গোপেশ রায়:তেলিয়ামুড়া প্রতিনিধি : সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতে ও পালিত হলো বি এম এস এর প্রতিষ্ঠাতা দিবস । আজ সকাল আটটা নাগাদ তেলিয়ামুড়া মারুতি মোটর শ্রমিক সংঘ অফিসের সামনে বি এম এস এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করা হয় প্রতিষ্ঠাতা দিবস। উপস্থিত ছিলেন বি এম এস এর সংগঠনের শ্রমিক কার্যকর্তারা। তারপর এখান থেকে তেলিয়ামুড়া হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন সংগঠনের শ্রমিকরা। এছাড়াও মারুতি শ্রমিক সংঘ অফিসএর সামনে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয় বি এম এস এর কার্যকর্তারা। এই প্রতিষ্ঠাতা দিবসে উপস্থিত ছিলেন বি এম এস এর খোয়াই জেলার সম্পাদক রাজেশ ঘোষ এবং বি এম এস এর নেতৃত্বদয় নৃপেন্দ্র দেব ও আশুতোষ দেব সহ তপন দাস আরো অনেকে। বক্তারা আলোচনা করতে গিয়ে বলেন শ্রমিকের পাশে সব সময় বিএমএস স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করে এবং আগামী দিন তা চলতে থাকবে। এছাড়া সংগঠনকে শক্তিশালী করতে সকল স্তরের শ্রমিকদের বি এম এস এর সাথে যুক্ত হয়ে কাজ করার আহ্বান জানান নেতৃত্বরা। আজকের এই প্রতিষ্ঠাতা দিবসে বিপুলহারে শ্রমিক অংশগ্রহণ করেন। যার লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য