Saturday, July 26, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবাইসাইকেল চালিয়ে কিভাবে স্বাস্থ্য ও পরিবেশকে সুস্থ রাখা যায় সেই বার্তা পৌঁছাতে...

বাইসাইকেল চালিয়ে কিভাবে স্বাস্থ্য ও পরিবেশকে সুস্থ রাখা যায় সেই বার্তা পৌঁছাতে ৫৯ বছরের অজয় সাহা রাজ্য থেকে পারি দিয়ে ছিলেন লাদাখে।সেখান থেকে ফেরার পর ওনাকে সংবর্ধনা দিলেন শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১শে জুলাই……গত ১লা মে ২০২৫ ইং আগরতলা থেকে সাধারণ বাইসাইকেল চালিয়ে লে -লাদাখ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সাইকেল আরোহী অজয় সাহা। দীর্ঘ্য ৪৭৬০ কিলোমিটার রাস্তা বাই সাইকেল চালিয়েছেন আগরতলার ধলেশ্বরের বাসিন্দা শ্রী অজয় সাহা।
৫৯ বছর বয়সে একটি বাইসাইকেল চালিয়ে এই দুর্ধর্ষ সাহসিকতা নিয়ে লে লাদাখ পৌঁছে গিয়েছিল মাত্র ৬০ দিনের মাথায়।
উনার এই দুর্ধর্ষ যাত্রার পেছনে তার মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের আগামী প্রজন্মকে একটি বার্তা দেওয়া, বার্তাটি হল সর্বদা সাইকেল চালাও এবং নিজের স্বাস্থ্য ঠিক রাখো, পরিবেশকে দূষণমুক্ত রাখো, এবং নিজের উপার্জিত অর্থ সাশ্রয় কর এই ছিল তার মূল বার্তা।
শেষে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে উনাকে সম্বর্ধনা প্রদান করা হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা বিপ্লব কান্তি ভৌমিক মহাশয়ের হত ধরে । এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা।এই বিষয়ে এক সাক্ষাৎকারে সাইকেল আরোহী অজয় সাহা জানান আনেক দিন ধরে এই ধরনের একটি যাত্রার পরিকল্পনা করছিলেন। যদিও তিনি পেশায় একজন ব্যবসায়ী বলে জানান।উনি চিন্তা করেন ব্যাবসা করার মধ্যে দিয়েই নিজের মনের ইচ্ছাকে পুরন করবেন।যেমন ভাবনা তেমনি কাজ। বেরিয়ে পড়লেন নিজের বাইসাইকেল নিয়ে লে লাদখে যাবার উদ্দেশ্যে।কি উদ্যেশ্যে সেখানে যাওয়া। উত্তরে তিনি বলেন স্লোগান একটাই। সেটা হল আগামী প্রজন্মকে বার্তা দেওয়া যে বাইসাইকেল চালাও ।এই সাইকেল চালালে অনেক উপকার রয়েছে।যেমন সাইকেল চালালে সরির, স্বাস্থ্য ও মন ভালো থাকবে।এর পাশাপাশি পরিবেশকে দুশন মুক্ত রাখা যায়।কারন বাইসাইকেল চালালে তাঁতে পরিবেশ দুষণ মুক্ত থাকে।এর জন্য কোন ধরনের জ্বালানি লাগেনা। এছাড়া অর্থের ও সাশ্রয় হয়। এই সব দিক দিয়ে চিন্তা করে বাইসাইকেল চালানোর উপর জোর দিতেই উনার এই ধরনের পরিকল্পনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য