বাসুদেব ভট্টাচার্যী খোয়াই
১৬ই জুলাই……..আগামী ১৭ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর ৭৫ তম জন্মবার্ষিকী।এই উপলক্ষে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে শারীরিকভাবে চল্লিশ শতাংশ প্রতিবন্ধীদেরকে তাদের চলাফেরার করতে অর্থাৎ স্বাভাবিক জীবন যাপন করতে সরকারি উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন জিনিসপত্র যেমন হুইল চেয়ার ,কানে সোনার জন্য মেশিন চলাচলের জন্য স্ক্রেচ সহ বিভিন্ন ধরনের জিনিস প্রদান করবেন। এই বিষয়টি নিয়ে বুধবার দুপুরে অর্থাৎ ১৬ই জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে খোয়াই জেলার অন্তর্গত ছয়টি ব্লকে বিভিন্ন ধাপে ধাপে। বুধবার দুপুরে এক প্রশাসনিক শিবিরের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয় খোয়াই ব্লক প্রাঙ্গনে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্ত। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায়, ব্লক আধিকারিক অনিরুদ্ধ দাস সহ অন্যান্য কর্মকর্তা।এই বিষয়ে বলতে গিয়ে খোয়াই জেলাশাসক রজত পন্থ বলে এই প্রকল্পটি একটি সরকারি প্রকল্প।যার মাধ্যমে বিভিন্ন প্রতিবন্ধীদের অর্থাৎ ৪০ শতাংশের উপর যারা এমন রয়েছেন এবং গত চার বছরের মধ্যে কোন ধরনের সুযোগ সুবিধা পাননি এমন লোকদের কে এই ধরনের ডিভাইস বিনামূল্যে প্রদান করা হবে।এর জন খোয়াই পুর পরিষদের অন্তর্গত যেসব প্রতিবন্ধীরা রয়েছেন তাদের কে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করা হবে।এর জন্য বেশ কয়েকজন বিশেষজ্ঞদের দল তাদের কে পরিক্ষা নিরিক্ষা করছেন।এই বিষয়ে জেলা শাসক এও জানান এই যন্ত্র গুলি পাবার জন্য প্রত্যেক প্রতিবন্ধীদের আনতে হবে তাদের আঁধার কার্ড এবং যে কোন সরকারি আধিকারিক, পন্চায়েত প্রধান, জিলা পরিষদ, মন্ডল সভাপতি সহ এই ধরনের যেকোন জনপ্রতিনিধি দের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট। তবে এই সার্টিফিকেট আনার খেত্রে কোন ধরনের কঠিন নিয়মকানুনের বালাই নেই। ইনকাম সার্টিফিকেট এর মধ্যে যে কোন জনপ্রতিনিধির সাক্ষর ও সিল থাকলেই চলবে। এরজন্য তাদের কোন ধরনের চিন্তা করতে হবেনা।এই সুযোগে পেতে সবার প্রতি আহ্বান জানান জেলা শাসক রজত পন্থ।