তেলিয়ামুড়া প্রতিনিধি–
প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা পাচারের ঘটনা গুলো সামনে আসছে। একই রকম ভাবে রবিবার রাতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত ত্রিশাবাড়ী রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে গাঁজা সহ বহিঃ রাজ্যের পাঁচজন নাগরিক’কে আটক করা হয়, চাঞ্চল্যকর বিষয় হচ্ছে আটকৃত পাঁচ জনের মধ্যে চার জনই মহিলা।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার পুলিশ দাবি করেছে,, অন্যান্য দিনের মতো পুলিশ যখন ত্রিশাবাড়ি এলাকাতে যানবাহনে চেকিং করছিল তখন ওই পাঁচজনের গতিবিধি এবং কথাবার্তায় অসংলগ্নতা পরিলক্ষিত হলে তল্লাশি করা হয়, এই তল্লাশীর পর ধৃতদের কাছ থেকে ৩২ কেজি শুকনা গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা, তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত করা হবে বলে পুলিশের দাবি করা হয়েছে।