তেলিয়ামুড়া প্রতিনিধি :-
তেলিয়ামুড়া থানার পর এবার গাঁজা উদ্ধারে সাফল্য পেলো মুঙ্গিয়াকামী থানা। সোমবার মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন সময় মুঙ্গিয়াকামী থানার পুলিশ HR 39 D 0522 নম্বরের একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজার গন্ধ অনুভব করতে পারে। যথারীতি গাড়ির চালক রাজকুমার রায়’কে আটক করে গাড়িটিতে চিরুনি তল্লাশি চালায় পুলিশ।
তল্লাশি চালিয়ে ২৯ টি প্যাকেটে মোট ২০৭ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত গাঁজা গুলির বাজার মূল্য আনুমানিক ৪৪ লক্ষ টাকা হবে বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। সূত্রের খবর, রাজ্য থেকে বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে গাঁজা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল।
মহকুমা পুলিশ অধিকারিক জানিয়েছেন,, এই ঘটনায় N.D.P.S ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত করা হবে এবং গাড়ি চালক রাজকুমার রায়’কেও গ্রেফতার করা হয়েছে।