তেলিয়ামুড়া প্রতিনিধি :-
শুক্রবার তেলিয়ামুড়ার জোহর কলোনি স্থিত জহরলাল নেহেরু বিদ্যাপীঠ সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গনে তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তির শুভ উদঘাটন হয়। এদিন উদঘাটন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা। এদিন কবি সুকান্ত ভট্টাচার্যের এই মর্মর মূর্তির উদঘাটনী পর্বে জহরলাল নেহেরু বিদ্যাপীঠ সিনিয়র বেসিক স্কুলের ব্যবস্থাপনা ছিল ব্যাপক চোখে পড়ার মতো। এর পাশাপাশি স্কুলের চারিদিকে বৃক্ষরোপণ করা হয় বিধায়িকার হাত ধরে । এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকরা।