Friday, July 11, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদমেধা সংবর্ধনায় সংবর্ধিত দুই শতাধিক কৃতি ছাত্র ছাত্রী

মেধা সংবর্ধনায় সংবর্ধিত দুই শতাধিক কৃতি ছাত্র ছাত্রী

তেলিয়ামুড়া প্রতিনিধি :-
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া পুর পরিষদ এবং পঞ্চায়েত সমিতি যৌথভাবে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কেন্দ্রে এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বিদ্যালয়গুলো থেকে যারা বিশেষ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করলেন।
মেধা সংবর্ধনা ২০২৫ শীর্ষক আজকের অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত রাজ্যের অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অরুণোদয় সাহা সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আজকের এই বর্ণময় অনুষ্ঠানে কৃতিত্বের অধিকারী অধিকারীনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে শিক্ষাবিদ অরুণ উদয় সাহা আগামী দিনে ছাত্র-ছাত্রীরা যাতে করে সঠিকভাবে বিকশিত হওয়ার পাশাপাশি সমাজকে নতুন দিশায় পথ দেখায় সে বিষয়ে যত্নশীল হওয়ার আহবান রাখেন। নিজের আলোচনার মধ্য দিয়ে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সমস্ত অংশের কৃতি ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন। আগামী দিনে এই ছাত্র-ছাত্রীরা নিজেদের মেধার প্রকৃত বিকাশের মধ্য দিয়ে শুধু তেলিয়ামুড়া না, গোটা রাজ্য এমনকি দেশের মুখ উজ্জ্বল করবেন এই প্রত্যাশা রাখেন শ্রীমতী সাহা রায়। পাশাপাশি তিনি আগামী দিনে যাতে করে এই প্রকারের কৃতি সংবর্ধনার বহর আরো বাড়ানো যায়, কৃতিদের তালিকা আরও দীর্ঘায়িত করা যায়, সে ব্যাপারে সকলকে যত্নশীল হওয়ার আহ্বান রাখেন। এখানে উল্লেখ করা প্রয়োজন আজকের এই মেধা সংবর্ধনা ২০২৫ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া বিধানসভার বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার। গোটা অনুষ্ঠান ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুন ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য