Wednesday, July 9, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে জেলার আইন শৃঙ্খলা ও নেশা বিরোধী...

খোয়াই জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে জেলার আইন শৃঙ্খলা ও নেশা বিরোধী অভিযানের সাফল্য নিয়ে রিভিউ মিটিং করতে উপস্থিত হন রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যান কর ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই জুলাই…..খোয়াই জেলার আইন শৃঙ্খলা ও নেশা বিরোধী অভিযানের সাফল্যের বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১১ টায় রাজ্যে পুলিশের ডিজি অনুরাগ ধ্যান কর রিভিউ মিটিং করার জন্য খোয়াই সফরে আসেন । এই দিন প্রথমে তিনি খোয়াই জেলা পুলিশ সুপারের অফিসের কনফারেন্স হলে এসে প্রথমে সাংবাদিকদের সঙ্গে একটি সাংবাদিক সম্মেলন করলেন।এই সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের ডি জি অনুরাগ ধ্যান কর ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডি আই জি রতিরঞ্জন দেবনাথ জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস সহ জেলার সমস্ত থানার পুলিশ আধিকারিকরা সহ বিভিন্ন অফিসাররা।এই সাংবাদিক সম্মেলনে তিনি খোয়াই জেলার আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষ করে ড্রাগসের উপর এবং টফিক নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সমস্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যান কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি রাজ্য পুলিশের ডিজি পদে আসিন হওয়ার পর এই প্রথম খোয়াই সফরে আসেন। এরপর তিনি আইন-শৃঙ্খলা নিয়ে বলতে গিয়ে তিনি জানান সারা রাজ্যের সাথে খোয়াই জেলাতেও ভালো কাজ করছে পুলিশ। গতবছরের তুলনায় এ বছর ক্রাইম রেইট শতকরা ১০ শতাংশ কমেছে বলে তিনি জানান বিশেষ করে এন ডি পি এস এর মামলায়। এন ডি পিএস মামলায় এখন পর্যন্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ১৮.৬ লক্ষ। যার বাজার মূল্য ২০ কোটি টাকার কাছা কাছি। তিনি এও জানান গত বছর এই ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ছিল ১৮ কোটি টাকা। তবে গতবারের তুলনায় এবছর শতকরা ১০ শতাংশ বেশি মূল্যের ইয়াবা ট্যাবলেট আটক করেছে পুলিশ প্রশাসন। অর্থাৎ যার বাজার মূল্য ২০ কোটি টাকার কাছা কাছি। এর পাশা পাশি রাজ্যে সড়ক দুর্ঘটনার দিক দিয়ে তার সংখ্যাটা এ বছর অনেক কমেছে। এই বিষয়ে বলতে গিয়ে তিনি আরো বলেন গত বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১২৬ জনের আর এ বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮৮ জনের। দেখা গেছে গত বছরের তুলনায় শতকরা ৩০ শতাংশ কম সড়ক দুর্ঘটনা লোক মারা গেছে। এর পেছনে কারণ রয়েছে পুলিশ প্রশাসন এবং ট্রাফিক পুলিশের তৎপরতার কারণে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে জনসাধারণকে সচেতন করার কারণে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে সব দিক দিয়ে বিচার করলে দেখা যায় নেশা বিরোধী অভিযান এবং সড়ক দুর্ঘটনা রোধের দিক দিয়ে রাজ্য পুলিশ একটা বড় ধরনের ভূমিকা গ্রহণ করেছে। যার ফলে সমস্ত বিষয়ে ক্রাইম রেইট অনেক কমেছে। এর জন্য তিনি রাজ্য পুলিশের কর্মকর্তা সহ সমস্ত পুলিশ কর্মীদের সাধুবাদ জানান। পাশাপাশি এও বলেন এই ধরনের কাজের ক্ষেত্রে তাদেরকে আরেকটু স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে। তাছাড়া পুলিশের লক্ষ্য হচ্ছে এই ধরনের ক্রাইম এর সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে সংবিধান অনুযায়ী উপযুক্ত সাজা প্রদানের ব্যবস্থা করা। যাতে করে একটি সুস্থ সমাজ গড়ে উঠতে পারে। সেই লক্ষ্যের রাজ্য পুলিশ এই ধরনের বিভিন্ন নেশাবিরোধী অভিযান ও ট্রাফিক ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের আইন-শৃঙ্খলা নিয়ে মনোযোগ সহকারে কাজ করে চলেছে বলে জ্বালান রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যান কর। শেষে সাংবাদিকদের সাথে বৈঠক শেষে পরবর্তীতে খোয়াই জেলার সমস্ত পুলিশ স্টেশনের ওসি, পুলিশ অধিকারীক থেকে শুরু করে সমস্ত ধরনের পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে নিয়ে একটি বৈঠকে শামিল হন ডি জি অনুরাগ ধ্যান কর। এই বৈঠক শেষ করে খোয়াই রামচন্দ্র ঘাট স্থিত টি এস আর ষষ্ঠ ব্যাটেলিয়নের হেডকোয়ার্টারে সফর করবেন এবং সেখানকার সমস্ত আধিকারিক এবং জওয়ানদের সাথে বৈঠক করবেন বলে তিনি জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য