Wednesday, July 9, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদপাঁচটি বামপন্থী দলের যৌথ উদ্যোগে ডা কাক দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার...

পাঁচটি বামপন্থী দলের যৌথ উদ্যোগে ডা কাক দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির সভা

আগামী ৯ই জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে পাঁচটি বামপন্থী দলের যৌথ উদ্যোগে। বন সফল করে তুলতে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় ও বিভিন্ন জায়গায় বামপন্থী দলের যৌথ কিংবা পৃথক ভাবে রাজনৈতিক দল গুলোর পক্ষ থেকে প্রতিদিন প্রচার কর্ম সূচি পালিত হচ্ছে। বন্ধ কে সফল করে তোলার জন্য সিপিআই( এম- এল) উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে উদয়পুর সোনা মুড়া চৌমুহনীতে অনুষ্ঠিত হয় এক সভা। বক্তব্য রাখেন সিপিআই( এম- এল) র রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। তিনি বলেন, সংবিধান রক্ষা ও রুটি রুজির লড়াই আর ও বেগবান করার জন্য সবার বেঁচে থাকার জন্য আগামী ৯ই জুলাই দেশব্যাপী যে ধর্মঘট পালিত হতে যাচ্ছে এই জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। পার্থ কর্মকার বলেন, দেশকে ধ্বংসের কিনারায় দিকে নিয়ে যাচ্ছে দেশের বিজেপি শাসিত সরকার।এর থেকে এই রাজ্য ও বাদ নেই।রাজ্যে একটা অরাজকতা চলছে। ধর্মঘটে দেশের প্রতিটি মানুষ জীবন- জীবিকার সঙ্গে সম্পৃক্ত। দেশের ও রাজ্যের বিজেপি সরকার গরীব মানুষ কে আরও গরীব তৈরি করছে। শ্রমজীবী মানুষের আয় নিম্ন মুখী। প্রতিদিন জিনিষ পত্রের দাম বেড়ে চলছে। সরকার এ ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকায়। দেশে বেকারের সংখ্যা বেড়ে চলছে।মানুষ আজ দিশেহারা। মানুষের রুটি- রুজির প্রশ্নে, বেঁচে থাকার জন্য,বেকারের কর্মসংস্থান সহ ১৭ দফা দাবির সমর্থনে আগামী ৯ই জুলাই দেশব্যাপী যে ধর্মঘট পালিত হচ্ছে তাই সবার সাহায্য কামনা করেছেন পার্থ কর্মকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য