Friday, August 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা হাসপাতালের চিকিৎসার মান আরো উন্নত করতে সিটি স্ক্যান ও ডিজিটাল...

খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসার মান আরো উন্নত করতে সিটি স্ক্যান ও ডিজিটাল এক্সরে মেশিন বসানোর দাবি উঠছে খোয়াই বাসির পক্ষ থেকে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই জুলাই……. তৎকালীন সময়ের খোয়াই মহাকুমা হাসপাতালটিকে ২০১৫ সালে খোয়াই মহকুমা হাসপাতাল থেকে জেলা হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল। সেই সময় খোয়াই জেলা হাসপাতাল কে সেই রকম ভাবে অর্থাৎ পরিকাঠামো গত ভাবে সাজানো সম্ভব হয়নি বা করা হয়নি। শেষে আস্তে আস্তে জেলা হাসপাতালের পরিকাঠামো পরিপূর্ণ করবার চেষ্টা করেছেন রাজ্য সরকার। তারপরও অনেক সমস্যা রয়ে গেছে খোয়াই জেলা হাসপাতালের। একটা সময় ছিল খোয়াই জেলা হাসপাতালে প্রত্যেকটা বিভাগের চিকিৎসকের ব্যাপক সংকট ছিল । সময়ের ক্রমান্বয়ে চিকিৎসকের যে স্বল্পতা সেটা অনেকটাই দূর হয়েছে, তারপরও কিছু কিছু বিভাগের চিকিৎসকের সমস্যা রয়েছে এখনো। তারপরও বলতে হয় পর্যাপ্ত চিকিৎসক থাকলে কি হবে, আধুনিক চিকিৎসার ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতি প্রয়োজন বিশেষ করে এক্সরে মেশিন সিটি স্ক্যান মেশিন, এর মত গুরুত্বপূর্ণ যে মেশিনগুলো রয়েছে সেগুলি প্রয়োজনীয়তা খুবই উল্লেখযোগ্য। খোয়াই জেলার অন্তর্গত যে সমস্ত রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে আসেন জেলা হাসপাতালে সেখানে অসুবিধার সম্মুখীন হতে হয়। চিকিৎসার পরিকাঠামোর জন্য বিশেষ করে সিটি স্ক্যান মেশিন এর প্রয়োজন পড়লে সেই সময় সমস্ত রোগীদের আগরতলাতে পাঠাতে হয়। রাজ্য সরকার প্রতিটি জেলাতে জেলা হাসপাতাল তৈরি করে দিয়েছেন যাতে করে প্রতিটি জেলার নাগরিকবৃন্দ যথার্থ চিকিৎসা পরিষেবা জেলার অন্তর্গত জেলা হাসপাতাল গুলিতে পেয়ে যান। কিন্তু খোয়াইয়ের বুদ্ধিজীবী মহল এর বক্তব্য , সব সময় লক্ষ্য করা যায় একটু বড় কোন সমস্যা হলেই রোগীদের আগরতলাতে পাঠাতে হয়। সেই ক্ষেত্রে বুদ্ধিজীবী মহল এর বক্তব্য অভিজ্ঞ অভিজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও আধুনিক চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত পরিকাঠামো প্রতিটা জেলা হাসপাতালে থাকার কথা সেই ক্ষেত্রে বেশ কিছু যন্ত্রপাতির ঘাটতি রয়েছেন বিভিন্ন জেলা হাসপাতালে তৎসহ খোয়াই হাসপাতালেও। বিশেষ করে বলতে হয় যেমন এক্সরে মেশিন, চিকিৎসা ক্ষেত্রে এক্সরে একটা গুরুত্বপূর্ণ পরিকাঠামো। খোয়াই জেলা হাসপাতালে যে এক্সরে মেশিনটি রয়েছে সেটা রাজন্ন আমলের। অন্যদিকে আধুনিক চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল এক্সরে মেশিন। কিন্তু সব ব্যবস্থা থাকা সত্ত্বেও ডিজিটাল এক্সরে মেশিনের ঘাটতি রয়েছেন খোয়াই জেলা হাসপাতালে। এবার বলতে হয় সিটি স্ক্যান এই শব্দটা যখনই জেলা হাসপাতালের চিকিৎসকরা ব্যবহার করেন, সাধারণ রোগীরাও বুঝে যান এবার যেতে হবে আগরতলাতে। রাজ্য সরকার চাইছেন প্রতিটি জেলা হাসপাতালকে সুন্দরভাবে সাজিয়ে তোলার। যাতে করে জেলার অন্তর্গত সমস্ত জনগণ চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন জেলা হাসপাতাল গুলিতে। সর্বোপরি বলতে হয় খোয়াই জেলা হাসপাতালে বর্তমান আধুনিক চিকিৎসার পরিপ্রেক্ষিতে ডিজিটাল এক্সরে এবং সিটি স্ক্যান মেশিন একান্ত প্রয়োজন। তবে হয়তোবা আগরতলা জিবি হাসপাতাল এবং আই জি এম হাসপাতালে সারা রাজ্যের তথা খোয়াই এর জনগণের ভিড় অনেকটা কমবে। সব থেকে লক্ষ্যণীয় বিষয়, খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপাররে দায়িত্ব যিনি পালন করছেন, তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে খোয়াই এর নাগরিক দের সুন্দর ভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করা যায়। প্রতিদিন খোয়াই জেলা হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখেন তিনি । যেটা ২০১৫ সালে খোয়াই জেলা হাসপাতাল হওয়ার পর আর কোন মেডিকেল সুপার এই ভাবে রোগী দেখেছেন কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে। সচরাচর একজন মেডিকেল সুপারের অনেক অফিসিয়াল কাজ থাকেন। সম্ভব হয় না রোগী দেখার । অন্যদিকে খোয়াই এর বুদ্ধিজীবী মহলের বক্তব্য খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার তিনি হয়তো ব্যতিক্রম। তবে সব থেকে বড় কথা আধুনিক চিকিৎসাকে মাথায় রেখে রাজ্য চিকিৎসা দপ্তর ডিজিটাল এক্সরে মেশিন এবং সিটি স্ক্যান মেশিন খোয়াই জেলা হাসপাতালে দেওয়া একান্ত প্রয়োজন বলে মনে করছেন খোয়াই এর বুদ্ধিজীবী মহল থেকে শুরু সাধারণ জনগণ । তাতে করে পক্ষাঘাতে আক্রান্ত রোগীরা যখন খোয়াই জেলা হাসপাতালে আসবে তখন তাদের চিকিৎসাটা অতি দ্রুত হবে । পাশাপাশি চিকিৎসক রাও দ্রুততার সাথে সঠিক নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা করতে পারবে। তাতে করে সেই রোগীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। কিন্তু দেখা গেছে ওই ধরনের পক্ষঘাতের রোগীদের আগরতলা পাঠিয়ে সিটি স্ক্যান করতে গিয়ে অনেক সময় লেগে যায় । তাতে অনেক সময় সাধারণ একটা রোগিও সময়মতো সিটি স্ক্যান করতে না পেরে অনেক সময় মৃত্যুর মুখে ঢলে পড়ে। সেই দিক দিয়ে চিন্তা করে জেলা হাসপাতালে সিটি স্ক্যান ও ডিজিটাল এক্সরে মেশিন বসানোর দাবি উঠছে ব্যাপকভাবে। পাশাপাশি এই দুটি মেশিন বসিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জেলার বিধায়ক থেকে শুরু করে উচ্চপদস্থ অফিসারদের এবং রাজনৈতিক দলের ব্যক্তিত্বদের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন অনেকেই। কারণ যারা এই ধরনের পরিষেবা নিতে আসবে খোয়াই জেলা হাসপাতালে তাদের ভোটেই তো জন প্রতিনিধি হিসেবে রাজ্য বিধানসভায় কেউ না কেউ স্থান পেয়েছে। তাদেরই সেই দায়িত্ব বর্তায় ঐ সমস্ত ভোটার এবং খোয়াই বাসীর স্বার্থে সিটি স্ক্যান ও ডিজিটাল এক্সরে মেশিন বসানোর। এখন দেখার বিষয় এই দুটি মেশিন বসানোর ক্ষেত্রে কতটুকু সদর্থক ভূমিকা পালন করা হয় বিশেষ করে খোয়াই বাসির স্বার্থে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য